মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা মন্তব্য আদর্শ আচরণ বিধি ভঙ্গ। সোমবার বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নোটিশ জারি করে কড়া সতর্কবার্তা দিল নির্বাচন কমিশন।
কমিশনের পক্ষ থেকে জারি করা নোটিশে জানানো হয়েছে, দিলীপ ঘোষ অত্যন্ত নিম্নমানের মন্তব্য করেছেন। তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন এক মহিলাকে। যার ফলে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। এমত অবস্থায় এই ধরণের মন্তব্য মহিলাদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।
এরপরেই ভারতীয় সমাজে মেয়েদের অবস্থান যে সবার উপরে, বিজ্ঞপ্তিতে সে কথা মনে করিয়ে দেয় কমিশন। কমিশনের বার্তা, আদর্শ নির্বাচনী আচরণবিধি চলার সময়ে দিলীপ ঘোষ যেন সতর্ক থাকেন। ৪ পাতার বিজ্ঞপ্তিতে আদর্শ আচরণ বিধিগুলি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যদিও এর আগেই এই মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষকে শোকজ করেছিল কমিশন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘‘বিহার, ইউপি থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে।’’ এরপরেই মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য করেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ। যার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। কলকাতার দফতরে গিয়ে দিলীপের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসে তৃণমূলের ১০ সদস্যের দল।
দিলীপ ঘোষ ছাড়াও কংগ্রেসনেত্রী সুপ্রিয়া শ্রীনতেকেও সোমবার সতর্ক করেছে নির্বাচন কমিশন। হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন