Lok Sabha Polls 24: দ্বিতীয় দফায় ১৩ রাজ্যের ৮৯ আসনে নির্বাচন, তালিকায় পশ্চিমবঙ্গের ৩ কেন্দ্র

People's Reporter: ২৬ এপ্রিল হবে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট। সেই নির্বাচনও শান্তিপূর্ণ রাখতে তৎপর রয়েছে নির্বাচন কমিশন।
Lok Sabha Polls 24: দ্বিতীয় দফায় ১৩ রাজ্যের ৮৯ আসনে নির্বাচন, তালিকায় পশ্চিমবঙ্গের ৩ কেন্দ্র
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

প্রথম দফার লোকসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ২১টি রাজ্যের ১০২টি আসনে ভোটগ্রহণ হয়েছে গত ১৯ এপ্রিল। ২৬ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট। মোট ১৩ রাজ্যের ৮৯টি আসনে নির্বাচন হবে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ।

২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ রাখতে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ১২১০ জন প্রার্থী লড়বেন দ্বিতীয় দফায়। মনোনয়ন জমা পড়েছিল ২৬৩৩টি।

৮৯টি কেন্দ্রের মধ্যে আসামের ৫টি কেন্দ্র, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৩টি, পশ্চিমবঙ্গের ৩টি, জম্মু ও কাশ্মীরের ১টি, কর্ণাটকের ১৪টি, কেরালার ২০টি আসন, মধ্যপ্রদেশের ৭টি আসন, মহারাষ্ট্রের ৮টি আসন, মণিপুরের ১টি, রাজস্থানের ১৩টি, ত্রিপুরার ১টি এবং উত্তরপ্রদেশের ৮টি আসনে নির্বাচন হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের দার্জিলিং আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন গোপাল লামা, বিজেপির টিকিটে লড়ছেন রাজু বিস্তা এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন মুনীশ তামাং।

রায়গঞ্জ আসনে বিজেপির টিকিটে লড়ছেন কার্তিক পাল, তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে এবং ওই আসনে বাম সমর্থিত কংগ্রস প্রার্থী হলেন আলি ইমরান রামজ (ভিক্টর)। বালুরঘাটে মূল লড়াই বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং বামফ্রন্ট প্রার্থী জয়দেব সিদ্ধান্তের মধ্যে।

তৃতীয় দফার নির্বাচন হবে ৭ মে। ১২টি রাজ্যের ৯৪টি কেন্দ্রে ভোট হবে। ১৩ মে হবে চতুর্থ দফার নির্বাচন। ১০ রাজ্যের ৯৬টি কেন্দ্রের মানুষ ভোটদানে অংশ নেবেন। ৮ রাজ্যের ৪৯টি কেন্দ্রে নির্বাচন হবে পঞ্চম দফায় অর্থাৎ ২০ মে। ২৫ মে ষষ্ঠ দফায় ৭ রাজ্যের ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে এবং ১ জুন সপ্তম তথা শেষ দফায় ৮ রাজ্যের ৫৭টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Lok Sabha Polls 24: দ্বিতীয় দফায় ১৩ রাজ্যের ৮৯ আসনে নির্বাচন, তালিকায় পশ্চিমবঙ্গের ৩ কেন্দ্র
Lok Sabha Polls 24: ফের ভাঙন কর্ণাটক বিজেপিতে, 'পদ্ম' ছেড়ে 'হাত' ধরলেন দুই প্রাক্তন BJP বিধায়ক
Lok Sabha Polls 24: দ্বিতীয় দফায় ১৩ রাজ্যের ৮৯ আসনে নির্বাচন, তালিকায় পশ্চিমবঙ্গের ৩ কেন্দ্র
Lok Sabha Polls 24: মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড কমিশনের, কর্তব্যে গাফিলতির অভিযোগ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in