রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর সোমবার রাহুল গান্ধীর হেলিকপ্টারেও তল্লাশি চালানো হল। তবে অভিষেকের কপ্টারে যেমন আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছিল, এবার আয়কর দপ্তর নয়, রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালায় নির্বাচন কমিশনের ‘ফ্লাইং স্কোয়াড’।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার রাহুল গান্ধী নিজের লোকসভা কেন্দ্র কেরালের ওয়াইনাডে যাচ্ছিলেন। যাওয়ার পথে তামিলনাড়ুর নীলগিরিতে তাঁর কপ্টার ল্যান্ড করতেই, তাতে তল্লাশি চালান নির্বাচন কমিশনের ‘ফ্লাইং স্কোয়াড’।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী কয়েকদিনের জন্য কেরালা সফরে যাচ্ছেন। আজ দুপুরে নিজের নির্বাচনী এলাকায় প্রচার করবেন তিনি। সোমবার সন্ধ্যায় উত্তর কোঝিকোডে একটি সমাবেশও করবেন। এছাড়াও আগামী কয়েক দিন নিজের নির্বাচনী এলাকায় আরও বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আগামী ২৬ এপ্রিল কেরালার ২০টি আসনে একদফায় ভোট।
উল্লেখ্য, রবিবার আয়কর দপ্তর তল্লাশি চালায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে। শাসক দল সূত্রে খবর, সোমবার অভিষেকের সভা আছে হলদিয়াতে। সেই উদ্দেশ্যে রবিবার বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রান হওয়ার কথা ছিল। বেহালাতে পৌঁছায় অভিষেক। কিন্তু ট্রায়ালের আগেই কপ্টারে হঠাৎ করে হানা দেয় আয়কর দপ্তর। যদিও, এই তল্লাশিতে তেমন কিছু পায়নি আয়কর দপ্তর বলে খবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন