নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের একদিন আগেই ওয়েবসাইটে ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করলো নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল শুক্রবার ১৫ মার্চের মধ্যে ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
এদিন কমিশনের ওয়েবসাইটে দুই দফায় তথ্য আপলোড করা হয়েছে। যার মধ্যে একদফায় আছে ইলেক্টোরাল বন্ড কেনা সংক্রান্ত তথ্য। যেখানে কোন তারিখে কে ওই ইলেক্টোরাল বন্ড কিনেছে এবং কত টাকার বন্ড কেনা হয়েছে তার উল্লেখ আছে।
দ্বিতীয় দফায় কোন কোন রাজনৈতিক দল কোন তারিখে কত টাকার ইলেক্টোরাল বন্ড ভাঙিয়েছে সেই সংক্রান্ত তথ্য আছে। উল্লেখযোগ্যভাবে কোন ব্যক্তি বা সংস্থা কোন রাজনৈতিক দলকে কত টাকার বন্ড দিয়েছেন সেই সম্পর্কিত কোনও যোগসূত্র এখানে দেখানো হয়নি।
গত ১৫ ফেব্রুয়ারি ইলেক্টোরাল বন্ডকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে ওই বন্ড বন্ধ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দেয় ৬ মার্চের মধ্যে ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে এবং ১৩ মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে সেই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
যদিও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে কোনও তথ্য জমা দেয়নি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উল্টে শীর্ষ আদালতের কাছে আবেদন করে ৩০ জুন পর্যন্ত সময় চায়। গত ১১ মার্চ সেই মামলার শুনানির পর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আবেদন খারিজ করে দেয় এবং ১২ মার্চ কাজের সময়ের মধ্যে কমিশনের কাছে সমস্ত তথ্য জমা দেবার নির্দেশ দেয়। এরপরেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত তথ্য জমা দেয় নির্বাচন কমিশনের কাছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন