Electoral Bonds: ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে কোনও অনুদান গ্রহণ করেনি দল - সিপিআইএম

People's Reporter: সিপিআইএম-এর পক্ষ ওই বিবৃতিতে বলা হয়েছে, “কিছু কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে সিপিআইএম ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বেশ কিছু অনুদান গ্রহণ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।"
সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিফাইল ছবি - গ্রাফিক্স আকাশ
Published on

“ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে কোনও অনুদান গ্রহণ করেনি এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বন্ড ভাঙানোর জন্য প্রয়োজনীয় কোনও অ্যাকাউন্টও দলের পক্ষ থেকে খোলা হয়নি।” শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে সিপিআইএম।

সিপিআইএম-এর পক্ষ ওই বিবৃতিতে বলা হয়েছে, “কিছু কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে সিপিআইএম ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বেশ কিছু অনুদান গ্রহণ করেছে।”

এই প্রসঙ্গে দল স্পষ্টভাবে জানাতে চায় যে এই সমস্ত প্রতিবেদন মিথ্যা এবং ভিত্তিহীন। আসল ঘটনা হল সিপিআইএম নীতিগতভাবে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে অনুদান গ্রহণের বিরোধী। সেই কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বন্ড ভাঙানোর জন্য আইনগতভাবে প্রয়োজনীয় অ্যাকাউন্টও সিপিআইএম-এর পক্ষ থেকে খোলা হয়নি।”

ওই বিবৃতিতে আরও বলা হয়, “নীতিগতভাবেই ইলেক্টোরাল বন্ড স্কীমের বিরোধিতা করে সিপিআইএম সুপ্রিম কোর্টে আবেদন করে।”

বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট ইলেক্টোরাল বন্ড স্কীমকে ‘অসাংবিধানিক’ জানিয়ে এই স্কীম বাতিল করার নির্দেশ দেয়। শীর্ষ আদালতের পক্ষ থেকে আগামী ১৩ মার্চের মধ্যে এই বিষয়ের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে।

২০১৮ সালের ২ জানুয়ারি গেজেট নোটিফিকেশন ২০-র মাধ্যমে ভারত সরকার ইলেক্টোরাল বন্ড চালু করে। ২০১৭ সালে ফিনান্স আইনে সংশোধনী এনে ইলেক্টোরাল বন্ডের প্রস্তাব রাখা হয়। ২০১৭-র বাজেট বক্তৃতায় প্রথম এর উল্লেখ করেন তদানীন্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ১ হাজার টাকা, ১০ হাজার টাকা, ১ লক্ষ টাকা, ১০ লক্ষ টাকা এবং ১ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড চালু করা হয়।

সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
Electoral Bonds: কী এই ইলেক্টোরাল বন্ড? একনজরে নির্বাচনী অনুদান নিয়ে বিতর্ক
সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
BJP: কংগ্রেসের তুলনায় ৭ গুণ বেশি - ২০২২-২৩ অর্থবর্ষে নির্বাচনী বন্ড থেকে বিজেপির প্রাপ্তি ১,৩০০ কোটি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in