প্রয়াত তামিলনাড়ুর ইরোড কেন্দ্রের সাংসদ তথা এমডিএমকে নেতা এ গণেশমূর্তি। বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭। জানা গেছে, কীটনাশক খেয়ে ফেলার ফলে রবিবার থেকেই হাসপাতালে চিকিৎসাধীনে ছিলেন তিনি।
জানা গেছে, গত ২৪ মার্চ, রবিবার ইরোডের পেরিয়ার নগরে নিজের বাসভবনে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন গণেশমূর্তি। পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কোয়েম্বাটুরের কোভাই মেডিকেল সেন্টার এবং হাসপাতালে (কেএমসিএইচ) স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে প্রয়াত হন তিনি।
২০১৯ সালে ডিএমকে-র টিকিটে ইরোড কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। তিনবারের সাংসদ তিনি। তবে এবারের লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়নি। জানা গেছে, এবার ওই কেন্দ্র থেকে প্রার্থী দেবে ডিএমকে। গণেশমূর্তির ঘনিষ্ঠ মহলের খবর, সেই কারণে তিনি অবসাদে ভুগছিলেন এবং সেই কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করছেন।
এমডিএমকে সূত্রে খবর, লোকসভার টিকিটের বদলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তিনি তাতে সন্তুষ্ট ছিলেন না।
গণেশমূর্তির দেহ ময়না তদন্তের জন্য ইরোডের পেরুন্দুরাইয়ের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মরদেহ আজ তাঁর নিজের শহরে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে বলে জানা গেছে। স্থানীয় পুলিশ গণেশমূর্তির আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন