Lok Sabha Polls 24: বিজেপিতে যোগ বিখ্যাত গায়িকা অনুরাধা পোড়ওয়ালের, প্রার্থী হবেন লোকসভায়?

People's Reporter: অনুরাধা জানান, ‘সনাতন’-এর সঙ্গে তাঁর যোগ দীর্ঘ দিনের। যে দলে যোগ দিচ্ছেন, তাদেরও ‘সনাতন’-যোগ গভীর।
বিজেপিতে যোগ বিখ্যাত গায়িকা অনুরাধা পোড়ওয়ালের
বিজেপিতে যোগ বিখ্যাত গায়িকা অনুরাধা পোড়ওয়ালেরছবি, সংগৃহীত
Published on

লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার দিনই বিজেপিতে যোগ দিলেন বিখ্যাত গায়িকা অনুরাধা পোডওয়াল। শনিবার দুপুরে বিজেপির সদর দপ্তরে জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এবং প্রধান মুখপাত্র অনিল বালুনি এবং একাধিক সিনিয়র নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন পদ্মশ্রী প্রাপক গায়িকা।

বিজেপিতে যোগ দিয়ে অনুরাধা জানান, ‘সনাতন’-এর সঙ্গে তাঁর যোগ দীর্ঘ দিনের। যে দলে যোগ দিচ্ছেন, তাদেরও ‘সনাতন’-যোগ গভীর। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে গায়িকা জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলে যোগ দিয়ে তিনি খুশি। তবে লোকসভায় প্রার্থী হচ্ছেন কিনা, সেব্যাপারে প্রশ্ন করা হলে অনুরাধা জানান, দল ঠিক করবে এই বিষয়ে।

শনিবার বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘আমার সৌভাগ্য যে বিজেপিতে যোগ দিচ্ছি আমি।’’ 

১৯৫২ সালে কর্নাটকের কোঙ্কনি পরিবারে জন্ম হয় অনুরাধার। নাম ছিল অলকা নাদকার্নি। ১৯৭৩ সালে গানের কেরিয়ার শুরু হয় তাঁর। ‘অভিমান’ ছবিতে সংস্কৃতে একটি শ্লোক গেয়েছিলেন তিনি। ওই বছরই মারাঠি সিনেমায় গাইতে শুরু করেন তিনি। এরপর ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ছবির পাশাপাশি ভক্তিগীতি, ভজনও গেয়েছেন তিনি।

বিজেপিতে যোগ বিখ্যাত গায়িকা অনুরাধা পোড়ওয়ালের
Lok Sabha Polls 24: বাংলায় সাত দফায় নির্বাচন, আপনার কেন্দ্রে কবে ভোট দেখুন
বিজেপিতে যোগ বিখ্যাত গায়িকা অনুরাধা পোড়ওয়ালের
Lok Sabha Polls 24: সাত দফায় হবে লোকসভা ভোট, শুরু ১৯ এপ্রিল, বাংলায় কত দফায় হবে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in