লোকসভা ভোটের প্রচারে গিয়ে নির্বাচনী বন্ড ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের নেতার অভিযোগ, নির্বাচনী বন্ডকে ‘তোলাবাজির কৌশল’ এবং ‘ভয় দেখানোর পন্থা’ হিসাবে ব্যবহার করেছে বিজেপি সরকার।
মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্র কেরালার ওয়াইনাডে নির্বাচনী প্রচারে গিয়ে নরেন্দ্র মোদীর নির্বাচনী বন্ড নিয়ে করা এক বক্তব্যকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, ‘‘ছোট শহর ও গ্রামে কিছু লোক পথচারীদের শারীরিক ভাবে হেনস্থা করে তাদের কাছ থেকে টাকাপয়সা লুট করে, এরকম ঘটনা প্রায়ই শোনা যায়। মালয়ালমে যাকে বলে কোল্লা আদিক্কাল (লুট)। প্রধানমন্ত্রী মোদী তাকে বলেন নির্বাচনী বন্ড। সাধারণত চোরেরা রাস্তায় যা করে, প্রধানমন্ত্রী সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছেন।’’
উল্লেখ্য, সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় মোদী বলেছিলেন, ‘‘নির্বাচনে কালো টাকার লেনদেন রুখতে নির্বাচনী বন্ড আনা হয়েছিল। তাতে কে কাকে টাকা দিচ্ছে, তা সামনে আসছিল। বন্ড বন্ধ হওয়ায় তা জানা যাবে না আর। এর ফল সকলকে ভুগতে হবে।’’
নির্বাচনী বন্ড দেওয়ার জন্য দেশের ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে বিজেপি সরকার, ওয়াইনাডে নির্বাচনী প্রচারে এমনও অভিযোগ তোলেন সেখানকার বিদায়ী সাংসদ রাহুল গান্ধী। তিনি জানান, ‘‘নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হয়েছিল। ইডি, সিবিআই, আয়কর বিভাগের লোকজন গিয়ে প্রথমে হানা দেয় সংস্থাগুলিতে। শেষে তারা বলে এটা দিতে হবে, ওটা দিতে হবে।’’ উল্লেখ্য, এসবিআই-এর জমা দেওয়া নির্বাচনী বন্ডের যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে, সর্বাধিক ইলেক্টোরাল বন্ড কেনা প্রথম ৩০টি সংস্থার মধ্যে ১৪টিতেই কোনো না কোনো সময় ইডি, সিবিআই অথবা আয়কর দপ্তরের তল্লাশি হয়েছিল।
রাহুল অভিযোগ তোলেন, নির্বাচনী বন্ডই দেশের সবথেকে বড় দুর্নীতি। আর তাকেই আড়াল করার চেষ্টা করছে মোদী সরকার। রাহুল বলেন, ‘‘প্রধানমন্ত্রী বিশ্বের সব চেয়ে বড় দুর্নীতিকে আড়ালের চেষ্টা করছেন। নির্বাচনী বন্ডের মাধ্যমে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা তহবিলে ভরেছে বিজেপি।’’
এর পাশাপাশি, এদিন রাহুল প্রশ্ন তোলেন মুম্বাই বিমানবন্দর কীভাবে আদানি গোষ্ঠীকে দেওয়া হল, তা নিয়েও।
কেরালার ২০ টি লোকসভা আসনে এক দফায় ভোট হবে, আগামী ২৬ এপ্রিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন