Lok Sabha Polls 24: বিজেপির দ্বিতীয় দফার তালিকা প্রকাশের পরই ক্ষুব্ধ সিনিয়র নেতা

People's Reporter: ঈশ্বরাপ্পা ঘোষণা করেন, ‘‘আমার ছেলে কান্তেশ নির্দল প্রার্থী হিসাবে লোকসভা ভোটে লড়বে।’’
কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা
কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পাছবি সংগৃহীত
Published on

মঙ্গলবার ঘোষিত হয়েছে লোকসভা ভোটের জন্য বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। ৭২ জনের নাম ঘোষণা করা হয়েছে তাতে। আর তার পর থেকেই বিদ্রোহের আঁচ কর্ণাটকের রাজনীতিতে। সেরাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার ঘোষিত হওয়া বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় নাম নেই কেএস ঈশ্বরাপ্পার ছেলে কান্তেশের। তাঁর দাবি, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের সময় সেরাজ্যের তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোকসভা ভোটে কর্ণাটকের হাভেরী আসন থেকে কান্তেশকে প্রার্থী করা হবে।

কিন্তু তালিকা প্রকাশের পর দেখা যায় ওই আসন থেকে বিজেপি প্রার্থী করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে। তার পর থেকেই ক্ষুব্ধ ঈশ্বরাপ্পা। বৃহস্পতিবার তিনি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে বলেন, ‘‘সে সময় ইয়েদুরাপ্পা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোকসভা ভোটে হাভেরীতে কান্তেশকে প্রার্থী করা হবে। কিন্তু তা মানা হল না।’’ এরপরেই তিনি ঘোষণা করেন, ‘‘আমার ছেলে কান্তেশ নির্দল প্রার্থী হিসাবে লোকসভা ভোটে লড়বে।’’

উল্লেখ্য, ২০২২ সালে ঈশ্বরাপ্পার বিরুদ্ধে দুর্নীতি এবং এক ঠিকাদারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের হয়েছিল। সেই সময় তাঁর ছেলে কান্তেশ মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। সেই সময় জল্পনা তৈরি হয়েছিল, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করতে পারেন ঈশ্বর। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিজেপিতেই ছিলেন। সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করে ধন্যবাদও জানিয়েছিলেন।

১৯৮৯ সালে কংগ্রেসকে পরাজিত করে শিমেগাতে জিতেছিলেন ঈশ্বরাপ্পা। ২০১৮ সাল পর্যন্ত টানা ওই আসন থেকে তিনিই জিতেছিলেন।  

কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা
দরিদ্র পরিবারকে প্রতি বছর ১ লক্ষ টাকা, ‘আদিবাসী সঙ্কল্প’ - একাধিক প্রতিশ্রুতি ঘোষণা কংগ্রেসের
কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা
Thackeray to Gadkari: 'অপমানিত মনে হলে বিজেপি ছেড়ে চলে আসুন' - গড়করিকে মন্ত্রী করার প্রস্তাব উদ্ধবের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in