Maharashtra: মিলিন্দ দেওরার পর অশোক চাহ্বাণ, কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

People's Reporter: মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারভেকারের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন অশোক চাহ্বাণ। তিনি বলেন, আমি এখনও কোনো দলের সাথে যোগাযোগ করিনি।
অশোক চাহ্বাণ
অশোক চাহ্বাণছবি - সংগৃহীত
Published on

লোকসভা নির্বাচনের আগে জোর ধাক্কা মহারাষ্ট্র কংগ্রেসে। দলের সদস্যপদ ত্যাগ করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক অশোক চাহ্বাণ। পাশাপাশি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন।

মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারভেকারের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন অশোক চাহ্বাণ। তিনি বলেন, আমি এখনও কোনো দলের সাথে যোগাযোগ করিনি। আগামী দু'দিনের মধ্যে সিদ্ধান্ত নেব।

মহারাষ্ট্রের রাজনীতিতে অশোক চাহ্বাণ একজন পরিচিত মুখ। ছাত্র রাজনীতি থেকে তাঁর উত্থান। তিনি মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি নান্দেদ থেকে কংগ্রেসের টিকিটে দু'বার জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবেও অভিজ্ঞতা আছে অশোকের। ২০০৮ সালে মুম্বই হামলার পর মুখমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিলাসরাও দেশমুখ। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেন অশোক চাহ্বাণ।

আর এই দলত্যাগ নিয়ে নাম না করে অশোক চাহ্বাণকে কটাক্ষ করেছেন কংগ্রেসে নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, যখন সতীর্থ বা বন্ধুরা রাজনৈতিক দল ত্যাগ করে তখন সত্যিই খারাপ লাগে। তারা এই দল থেকে অনেক কিছুই পেয়েছিল, হয়তো প্রাপ্যর থেকেও বেশি পেয়েছিল।

অশোক চাহ্বাণের পদত্যাগ নিয়ে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ বলেন, 'সংবাদমাধ্যমে অশোক চাহ্বাণের কথা শুনেছি। তবে তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা সেটা বলবো না। আমি শুধু বলতে পারি কংগ্রেসের অনেক ভালো নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন। কংগ্রেস দলের মধ্যে থেকে তাঁদের দমবন্ধ হয়ে যাচ্ছে। আমি আত্মবিশ্বাসী যে অনেক বড় মুখ বিজেপিতে যোগদান করতে চলেছে'।

প্রসঙ্গত, এর আগে গত মাসেই কংগ্রেস ছাড়ার কয়েকঘণ্টার মধ্যেই শিবসেনা একনাথ শিন্ডে গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন মিলিন্দ দেওরা।  শিবসেনাতে যোগ দেবার পর মিলিন্দ দেওরা বলেন, তিনি, তাঁর বাবা প্রয়াত মুরলী দেওরা এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরেই একনাথ শিন্ডে এবং বালাসাহেব ঠাকরের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। একনাথ শিন্ডের হাত ধরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত আরও শক্ত করতে চান।

অশোক চাহ্বাণ
Milind Deora: কংগ্রেসে প্রতিভাবানদের স্থান নেই - দল ছেড়েই শিবসেনা-শিন্ধে গোষ্ঠীতে যোগ মিলিন্দ দেওরার
অশোক চাহ্বাণ
কৃষকদের দিল্লি প্রবেশ আটকাতে রাস্তায় পোঁতা হল পেরেক, ২ স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে রূপান্তর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in