লোকসভা ভোটের আগে ধাক্কা মধ্যপ্রদেশ কংগ্রেস শিবিরে। মধ্যপ্রদেশের এক ঝাঁক কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিলেন। এই দলে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুরেশ পচৌরি এবং প্রাক্তন সাংসদ গজেন্দ্র সিংহ ঋজুখেড়ি। শনিবার মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের উপস্থিতিতে ভোপালে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা।
বিজেপিতে যোগ দিয়ে সুরেশ বলেন, ‘‘আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম, তখন লক্ষ্য ছিল জাতির সেবা করা। স্বাধীন ভারতের লক্ষ্য ছিল একটি বর্ণহীন এবং শ্রেণিহীন সমাজ গঠন করা। কিছু দিন ধরে কংগ্রেস নেতৃত্ব যে সব সিদ্ধান্ত নিয়েছেন, তা আমার কাছে হৃদয়বিদারক।’’
এরপরেই সম্প্রতি অযোধ্যের রামমন্দির উদ্বোধনকে কংগ্রেসের পক্ষ থেকে বয়কট করার প্রসঙ্গ তুলে সুরেশ বলেন, ‘‘ভগবান রামের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানকে বর্জন করার ডাক দিয়ে যে ভাষা ব্যবহার করেছিল, তা হতাশাজনক ছিল।’’
এছাড়াও তিন প্রাক্তন বিধায়ক সঞ্জয় শুক্লা, অর্জুন পালিয়া এবং বিশাল প্যাটেলও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সুরেশ পাচৌরি কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং কংগ্রেসের টিকিটে চারবার রাজ্যসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া এর আগে সুরেশ কংগ্রেসের মধ্যপ্রদেশ ইউনিটের সভাপতির পদ সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি যুব কংগ্রেসের রাজ্য শাখার সভাপতিও ছিলেন।
অন্যদিকে, গজেন্দ্র সিং ঋজুখেড়ি, একজন বিশিষ্ট আদিবাসী নেতা, কংগ্রেসের টিকিটে তিনবার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন যথাক্রমে ১৯৯৮, ১৯৯৯ ও ২০০৯ সালে। কংগ্রেসে যোগদানের আগে, ১৯৯০ সালে বিজেপি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি৷
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন