Congress: একদিনে দেশের চার প্রান্তের চার হেভিওয়েট নেতার কংগ্রেসে যোগদান, অনেকটাই ভরসা পেল ‘হাত’

People's Reporter: বুধবার কংগ্রেসে যোগ দিয়েছেন সাংসদ দানিশ আলি, প্রাক্তন মন্ত্রী চৌধুরী লাল সিং, প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব, বিধায়ক জয়প্রকাশ ভাই পটেল।
দানিশ আলি, জয়প্রকাশ ভাই পটেল, চৌধুরী লাল সিং এবং পাপ্পু যাদব (বামদিক থেকে)
দানিশ আলি, জয়প্রকাশ ভাই পটেল, চৌধুরী লাল সিং এবং পাপ্পু যাদব (বামদিক থেকে)গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

গত কয়েকবছর ধরে নির্বাচন এলেই নেতাদের দলবদলের সাক্ষী থাকে দেশবাসীরা। আসন্ন লোকসভা ভোটের আগেও তার ব্যতিক্রম হল না। একাধিক হেভিওয়েট নেতা এক দল ছেড়ে অন্যদলে যাচ্ছেন। বুধবার এরকম একাধিক বর্তমান সাংসদ, প্রাক্তন সাংসদ অন্য দল থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন। এই তালিকায় রয়েছেন সাংসদ দানিশ আলি, প্রাক্তন মন্ত্রী চৌধুরী লাল সিং, প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব, বিধায়ক জয়প্রকাশ ভাই পটেল।

বুধবার সিনিয়র কংগ্রেস নেতা পবন খেরার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন বহুজন সমাজবাদী পার্টি থেকে সাময়িক বরখাস্ত হওয়া সাংসদ দানিশ আলি। ২০১৯ সালে উত্তরপ্রদেশের আমরোহা কেন্দ্র থেকে বিএসপি-র টিকিটে লড়ে সাংসদ হয়েছিলেন তিনি। গত বছর সংসদের মধ্যে তৃণমূলের মহুয়া মৈত্রকে বহিষ্কারের ঘটনার প্রতিবাদ জানানোয় বিএসপি থেকে বরখাস্ত করা হয় দানিশ আলিকে। আসন্ন লোকসভা নির্বাচনে এই আমরোহা কেন্দ্র থেকেই কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি বলে মনে করা হচ্ছে।

ওইদিনই কংগ্রেসে যোগ দিয়েছেন বিহারের বাহুবলী নেতা হিসেবে পরিচিত পাপ্পু যাদব। রাজনৈতিক জীবনের প্রথম দিকে লালু প্রসাদের আরজেডি দলে ছিলেন প্রাক্তন এই সাংসদ। লালুর সঙ্গে মতবিরোধের কারণে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। পরে আবার আরজেডিতে ফিরে যান। ২০১৪ সালে বিহারের মধুপুর থেকে আরজেডি-র টিকিটে লড়ে সাংসদ হন। ২০১৫-য় লালুর সঙ্গে ফের মতবিরোধের কারণে আরজেডি থেকে বহিষ্কৃত হন। এরপর নিজের দল জন অধিকার পার্টি গঠন করেন তিনি।

এবারও কংগ্রেসে যোগ দেওয়ার আগের রাতে লালু প্রসাদের সাথে দীর্ঘ বৈঠক করেছিলেন বাহুবলী পাপ্পু যাদব। মনে করা হচ্ছিল আরজেডি-তেই যাবেন তিনি। কিন্তু পরের দিন কংগ্রেসে যোগ দিলেন তিনি। বিহারের পূর্ণিয়া কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তিনি। পাপ্পুর স্ত্রী রঞ্জিত রঞ্জন যদিও প্রথম থেকেই কংগ্রেস করেন। এই মুহূর্তে কংগ্রেসের রাজ্যসভার সদস্যও তিনি।

এছাড়াও এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন উধমপুরের দু’বারের প্রাক্তন সাংসদ চৌধুরী লাল সিং। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি এবং বিজেপি-পিডিপি জোট সরকারের মন্ত্রী হয়েছিলেন। কাঠুয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হওয়া মিছিলে অংশ নেওয়ায় তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর নিজের রাজনৈতিক দল ডোগরা স্বাভিমান সংগঠন (ডিএসএস) প্রতিষ্ঠা করেন তিনি। এবারও উধমপুর কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন তিনি।

এছাড়াও এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন ঝাড়খণ্ডের মান্ডু কেন্দ্রের বিজেপি বিধায়ক জয়প্রকাশ ভাই পটেল। সূত্রের খবর, তিনি হাজারিবাগ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

পরপর বিভিন্ন দলের হেভিওয়েট নেতাদের কংগ্রেসে যোগদান, লোকসভা ভোটের আগে দলের শক্তি অনেকটাই বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

দানিশ আলি, জয়প্রকাশ ভাই পটেল, চৌধুরী লাল সিং এবং পাপ্পু যাদব (বামদিক থেকে)
Lok Sabha Polls 24: ৫০০ টাকায় LPG গ্যাস, NEET বাতিল - নির্বাচনী ইস্তেহারে একাধিক চমক DMK-র
দানিশ আলি, জয়প্রকাশ ভাই পটেল, চৌধুরী লাল সিং এবং পাপ্পু যাদব (বামদিক থেকে)
Lok Sabha Polls 24: বাংলার ছ’য় কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ ঘোষণা কমিশনের, নির্দেশ বাড়তি নজরদারির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in