INDIA: ‘চারজন আহ্বায়ক, একজন চেয়ারপার্সন’ - INDIA মঞ্চের মুম্বই বৈঠকে নেওয়া হতে পারে একাধিক সিদ্ধান্ত

পাটনায় প্রথম বৈঠক ও তারপর বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকের পরেও মহাজোটের আহ্বায়ক নির্বাচন, চেয়ারপার্সন বাছাই-সহ একাধিক সিদ্ধান্ত স্থগিত রয়েছে।
বেঙ্গালুরুতে গত জুলাই মাসে ইন্ডিয়া মঞ্চের বৈঠক
বেঙ্গালুরুতে গত জুলাই মাসে ইন্ডিয়া মঞ্চের বৈঠকছবি সংগৃহীত
Published on

রাত পোহালেই দেশের বিজেপি বিরোধী মহামঞ্চ INDIA-এর তৃতীয় বৈঠক বসবে বাণিজ্যনগরী মুম্বইয়ে। ইতিমধ্যেই বিরোধী শিবিরের একাধিক দলীয় প্রধানরা সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য মুম্বই পৌঁছতে শুরু করে দিয়েছেন। দেশের ২৫টিরও বেশি বিজেপি বিরোধী দলের নেতারা ৩১ আগস্টে শুরু হওয়া দুদিন ব্যাপী ওই বৈঠকে অংশগ্রহণ করবেন।

সূত্রের খবর, এবারের বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সমস্ত দলীয় প্রতিনিধিদের মতামত ও সমর্থন নিয়েই যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানা গিয়েছে।

আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতার সিংহাসনচ্যুত করাকেই পাখির চোখ করে এক ছাতার তলায় এসেছে দেশের দুই ডজনেরও বেশি বিজেপি বিরোধী দল। বিরোধীদের এই মঞ্চের নাম হয়েছে Indian National Developmental Inclusive Alliance (I.N.D.I.A)।

তবে পাটনায় প্রথম বৈঠক ও তারপর বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকের পরেও মঞ্চের আহ্বায়ক নির্বাচন, চেয়ারপার্সন বাছাই-সহ একাধিক সিদ্ধান্ত স্থগিত রয়েছে। মঞ্চ সূত্রে খবর, মুম্বইয়ের তৃতীয় বৈঠকে দীর্ঘ আলোচনার মাধ্যমে সেইসব সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রে জানা গিয়েছে, প্রথমদিকে গোটা বিরোধী শিবিরের পক্ষ থেকে একজনকেই আহ্বায়ক নির্বাচন করার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে দেশকে চারটি আলাদা আলাদা জোনে ভাগ করে প্রত্যেকটি জোনের জন্য একজন করে মোট চারজন আহ্বায়ক নির্বাচন করার প্রস্তাব উঠেছে। বৈঠকেও এই বিষয়ে আলোচনা করা হবে।

যেহেতু এই মঞ্চে একাধিক বড় দল রয়েছে, তাই কোনও একজনের পক্ষে নির্বাচনী কাজকর্ম সামাল দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। আর চারটি জোনে চারজন আহ্বায়ক থাকলে দেশের বৈচিত্র্য ও ভাষায় সমস্যা কাটিয়ে নির্বাচনী কর্মকাণ্ড অনেক মসৃণভাবে করা যাবে। আলোচনায় যদি চারজন আলাদা আলাদা আহ্বায়ক নির্বাচনের প্রয়োজনীয়তা সত্যিই দেখা দেয়, সেক্ষেত্রে সেই মতোই সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, এই বৈঠকে মঞ্চের একজন চেয়ারপার্সন নির্বাচন করারও কথা রয়েছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা ও সমস্ত দলীয় প্রধানদের সম্মতি নিয়েই একজনকে INDIA মঞ্চের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

যদিও সূত্র অনুসারে, প্রথম থেকেই বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা কং প্রধান মল্লিকার্জুন খাড়গে চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন। মুম্বইয়ের বৈঠকে এই নিয়ে সবার সম্মতি পেলে তাকেই ইন্ডিয়া মঞ্চের চেয়ারপার্সন করা হবে।

বেঙ্গালুরুতে গত জুলাই মাসে ইন্ডিয়া মঞ্চের বৈঠক
Telangana: "এবার সূর্যেও পৌঁছে যাবো" - তেলঙ্গানার রাজ্যপালের মন্তব্যে নেটদুনিয়ায় শোরগোল
বেঙ্গালুরুতে গত জুলাই মাসে ইন্ডিয়া মঞ্চের বৈঠক
Gig Workers: শেষ ৩ বছরে ফুড ডেলিভারি কর্মীদের আয় কমেছে প্রায় ১১%, বলছে রিপোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in