সমাপ্ত হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ফলাফল। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৫৪২ টি আসনে ফলাফল ঘোষণা হয়েছে। যার মধ্যে এনডিএ জিতেছে ২৯৪ টি আসনে, ইন্ডিয়া জোট ২৩২ এবং অন্যান্য ১৭ টি আসনে।
যদিও এই জয়ের পরেও তৃতীয়বার মোদীই দিল্লির মসনদে বসছেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কারণ একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ টি আসন। কিন্তু বিজেপি জয়ী হয়েছে ২৪০ টি আসনে। এখন বিজেপি নির্ভর শরিক দলের ওপরে। যদিও বিজেপি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সরকার গঠনের প্রস্তুতি। অন্যদিকে, কংগ্রেস একক ভাবে জিতেছে ৯৯ টি আসনে।
তবে ফল প্রকাশের পর যেমন জয়ের হাসি হেসেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, তেমনই জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে বিজেপির অনেক হেভিওয়েটের। সেই তালিকায় আছেন স্মৃতি ইরানি, অর্জুন মুন্ডা, অজয় মিশ্র টেনি, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকারের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা।
এক নজরে পরাজিত কয়েকজন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী –
স্মৃতি ইরানি – অভিনয় থেকে রাজনীতিতে প্রবেশ। এরপর ২০১৯ সালে কংগ্রেসের রাহুল গান্ধীকে হারিয়ে আমেঠি থেকে বিপুল ভোটে জয়ী হন স্মৃতি ইরানি। হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। কিন্তু ২০২৪–এর নির্বাচনে সেই আমেঠি থেকে কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে পরাজিত হয়েছেন স্মৃতি ইরানি। তিনি ১,৬৭,১৯৬ ভোটের ব্যবধানে হেরেছেন।
রাজীব চন্দ্রশেখর - কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর কেরালার তিরবন্তপুরমে কংগ্রেসের শশী থারুরের কাছে ১৬,০৭৭ ভোটে হেরেছেন।
অজয় মিশ্র টেনি - বিতর্কিত লখিমপুর খেরি ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি সমাজবাদী পার্টির উৎকর্ষ ভার্মার কাছে ৩৪,৩২৯ ভোটে পরাজিত হয়েছেন।
নিশীথ প্রামাণিক - অমিত শাহের আর এক প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও পরাজিত হয়েছেন। পশ্চিমবঙ্গের কোচবিহার কেন্দ্র থেকে তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে ৩৯,০০০ ভোটে হেরেছেন তিনি।
অর্জুন মুন্ডা – ঝাড়খন্ডের খুন্তি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী কালীচরণের কাছে ১,৪৯,৬৭৫ ভোটে হেরেছেন অর্জুন মুন্ডা। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি।
কৈলাস চৌধুরী – কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী রাজস্থানের বারমেরে কংগ্রেসের উম্মেদা রাম বেনিওয়ালের কাছে ৪.৪৮ লাখ ভোটে হেরেছেন।
এঁদের পাশাপাশি এই তালিকায় রয়েছেন মহেন্দ্র নাথ পান্ডে, কৌশল কিশোর, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, সঞ্জীব বালিয়ান, রাও সাহেব দানভে, আর কে সিং, ভি মুরালীধরন, এল মুরুগান, সুভাষ সরকারের মতো মন্ত্রীরাও।
উত্তরপ্রদেশের চান্দৌলি আসন থেকে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে। সমাজবাদী পার্টির বীরেন্দ্র সিংয়ের কাছে ২১,৫৬৫ ভোটে পরাজিত হয়েছেন তিনি। মোহনলালগঞ্জে আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী কৌশল কিশোর সমাজবাদী পার্টির আর কে চৌধুরীর কাছে ৭০,২৯২ ভোটে হেরেছেন।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর কাছে ৩২,৭৭৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
এছাড়া কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্য ও জনবন্টন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি উত্তরপ্রদেশের ফতেপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। রেল প্রতিমন্ত্রী রাও সাহেব দানভে মহারাষ্ট্রের জালনা আসনে কংগ্রেসের কল্যাণ বৈজনাথ রাও কালের কাছে পরাজিত হয়েছেন। বিহারের আরা থেকে সিপিআই(এমএল)-এর সুদামা প্রসাদের কাছে পরাজিত হয়েছেন আর এক ক্যাবিনেট মন্ত্রী আর কে সিং।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান মুজাফরনগর লোকসভা আসনে সমাজবাদী পার্টির হরেন্দ্র সিং মালিকের কাছে ২৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
কেরালার তিরুবনন্তপুরমে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্র ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরালীধরন।
মৎস্য,পশুপালন এবং দুগ্ধ প্রতিমন্ত্রী এল মুরুগান তামিলনাড়ুর নীলগিরিতে ডিএমকে-র এ রাজার কাছে ২,৪০,৫৮৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন