রাজনৈতিক জীবনের ইতি টানতে চলেছেন ভারতের প্রাক্তন তারকা তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ক্রিকেট নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কারণেই রাজনীতি ছাড়তে চাইছেন তিনি। শনিবারই এই কথা ঘোষণা করেছেন গৌতম গম্ভীর।
বিজেপির হয়ে রাজনৈতিক ময়দানে আর 'ব্যাটিং' করতে দেখা যাবে না গম্ভীরকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রাজনৈতিক দায়িত্ব ছাড়ার আর্জি জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে গৌতম লেখেন, "রাজনৈতিক দায়িত্ব কর্তব্য থেকে আমাকে মুক্তি দেওয়ার জন্য দলের সভাপতি জে পি নাড্ডাজির কাছে অনুরোধ করেছি। ক্রিকেট নিয়ে আমার যেসব পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়িত করার জন্যই রাজনীতি ছাড়তে চাই"।
তিনি আরও লেখেন, "আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। জয় হিন্দ"।
প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে লোকসভার টিকিট দেওয়া হয় গম্ভীরকে। তিই করেই পূর্ব দিল্লির আসন থেকে জয়ী হয়েছিলেন। প্রায় ৭ লক্ষ ভোটে জিতেছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন