রাজস্থানে কংগ্রেসের ঘরোয়া কোন্দল এখন তুঙ্গে। দুর্নীতির অভিযোগে নিস্ক্রিয় থাকা নিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে কাঠগড়ায় তুলেছেন তারই প্রাক্তন ডেপুটি শচীন পাইলট (Sachin Pilot)।
সোমবার, ঝুনঝুনু জেলার এক সমাবেশে গেহলটকে নিশানা করে শচীন বলেন, ‘এখনও পর্যন্ত জনসাধারণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করা হয়নি। এই পরিস্থিতিতে, নির্বাচনের সময় কোন মুখ নিয়ে আমরা জনগণের কাছে যাব এবং ভোট চাইব?’
রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট এদিন দাবি করেন, ‘আমি প্রকাশ্যেই প্রতিবাদ করি। তবে, কখনই আমি ভাষার উপর নিয়ন্ত্রণ হারাই না। কোনও কথা মুখ থেকে বের হলে, তা ফিরিয়ে নিই না। আমি সর্বদা আদর্শগতভাবে, রাজনৈতিকভাবে ও প্রশাসনিকভাবে প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, ধর্না দিয়েছি। কিন্তু, কখনো আমি ভুল শব্দ ব্যবহার করিনি।’
তিনি বলেন, ‘বসুন্ধরা রাজে রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি আমার থেকে বড়, কিন্তু যখনই রাজনৈতিক লড়াই হত, তখনই তা একটা সীমারেখার মধ্যে থাকত। আমরা তাকে পরাজিত করেছি, কিন্তু আমি কখনও তাঁকে গালিগালাজ বা খারাপ ভাষা ব্যবহার করিনি, ভবিষ্যতেও এটি করব না।’
‘ছোটবেলা থেকেই মূল্যবোধের শিক্ষা আমাকে বড়দের সম্মান করতে শিখিয়েছে। আমি সবসময় বড়দের সম্মানও করেছি। আমি কখনই সামাজিক বিষয়, নীতি এবং প্রতিশ্রুতি নিয়ে আপস করিনি, এবং আগামীতেও তা করব না।’
পাইলট বলেন, ‘যে বিষয়গুলি আমি উত্থাপন করেছি, তা লিখিতভাবেও দিয়েছি আমি। দুর্নীতির সঙ্গে আপস করতে পারি না আমরা। এই রাজ্যের তরুণরা স্বচ্ছ রাজনীতি চায়। বিজেপি শাসনের দুর্নীতির তদন্তের দাবিতে আমি একদিনের জন্য অনশন করেছি। এক সপ্তাহ কেটে গেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া নেয়নি সরকার।’
তিনি আরও জানান, দুর্নীতির ইস্যুতে তিনি পিছু হাঁটবেন না। নির্বাচনের আর মাত্র সাত মাস বাাকি রয়েছে। এই অবস্থায় গেহলট সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আবারও আহ্বান জানিয়েছেন শচীন পাইলট।
তিনি বলেন, ‘যারা রাজ্যের জনগণকে ডাকাতি করেছে, তাদেরকে তদন্ত করে কারাগারে পাঠান। আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমাদের পূরণ করতে হবে। জনগণ আমাদের কথায় আস্থা রেখেই আমাদেরকে ভোট দিয়েছে।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন