লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে দেশবাসীর মন বুঝে নিতে আসছে ‘জন মন সার্ভে’। খুব তাড়াতাড়িই এই সমীক্ষা শুরু করা হবে। এই সমীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় স্তরের বিভিন্ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি সংসদীয় কেন্দ্র থেকে এই প্রশ্নোত্তরের মাধ্যমে জনমত সমীক্ষা করা হবে। নমো অ্যাপ-এর মাধ্যমে এই সমীক্ষা করা হবে।
বিজেপি সূত্র অনুসারে, প্রযুক্তির ব্যবহার করে এই সমীক্ষার মাধ্যমে সাধারণ মানুষ কী চাইছেন, কী ভাবছেন তা বোঝার চেষ্টা করা হবে। সেই কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছতে যথেষ্ট আকর্ষণীয় করে এই প্রশ্নমালা তৈরি করা হচ্ছে।
সূত্রের মতে, এই সমীক্ষায় নাগরিকরা তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অন্যান্য জনপ্রিয় নেতাদের চিহ্নিত করতে সমর্থ হবে, কারণ ক্ষমতাসীন বিজেপি মনে করে যে এই অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশের ক্ষমতা পাবে এবং পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি নাগরিকের দৃষ্টিভঙ্গির গুরুত্বের ওপর জোর জোর দেওয়া হবে।
এই সমীক্ষা প্রসঙ্গে এক বিজেপি নেতা জানিয়েছেন, "এই সমীক্ষার একটি প্রধান সুবিধা হল এর সহজ পদ্ধতি। যার মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দেওয়া প্রশ্নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি প্রসঙ্গে প্রশ্ন থাকবে। সাধারণ মানুষের ওপর সরকারি প্রকল্প এবং সেই প্রকল্পের কী প্রভাব তা সহজে উত্তরদাতারা জানাতে পারবেন।"
প্রসঙ্গত, এবারই প্রথম এই ধরণের অ্যাপ আনা হচ্ছে তা নয়। এর আগে ২০১৮ সালে এবং ২০২১ সালের আগস্ট মাসে উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর, পাঞ্জাব এবং উত্তরাখন্ড - পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মন বুঝতে নমো অ্যাপ-এর মাধ্যমে এই ধরণের সমীক্ষা করা হয়েছিল। সেবার মোট ১৩ টি প্রধান ক্ষেত্রে এই সমীক্ষা করা হয়েছিল। যে সমীক্ষাতে বিভিন্ন কেন্দ্রের বিধায়কদের প্রসঙ্গে রেটিং চাওয়া হয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন