Kangana Ranaut: ‘গো ব্যাক কঙ্গনা’, প্রচারে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে মান্ডির বিজেপি প্রার্থী

People's Reporter: দালাই লামাকে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন অভিনেত্রী। ফটোশপ করা সেই ছবিতে দেখা যাচ্ছে দলাই লামা এবং জো বাইডেন একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন এবং দলাই লামা তাঁর জিভ বের করে রেখেছেন।
কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউতফাইল ছবি
Published on

প্রচারে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন কঙ্গনা রানাউত। বিজেপি প্রার্থীকে দেখে দেওয়া হল ‘গো ব্যাক’ স্লোগান, দেখানো হল কালো পতাকাও। পাশাপাশি, গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগও ওঠে। জানা গেছে, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে নিয়ে অভিনেত্রীর করা মন্তব্য প্রেক্ষিতে এই স্লোগান। যা নিয়ে ধুন্ধুমার এলাকা।

সোমবার বলিউড অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি প্রার্থী লাহৌল এবং স্পিতিতর কাজায় প্রচারে যান। সেখানে পৌঁছাতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে কালো পতাকা দেখান। এবং স্লোগান দিতে থাকে, “কঙ্গনা আমাদের জন্য কাজ করবে না। কঙ্গনা এখানে চলবে না। কঙ্গনা আপনি ফিরে যান।“ যদিও বিজেপির অভিযোগ, এই বিক্ষোভের পিছনে কংগ্রেসের হাত রয়েছে।

উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে নিয়ে এক বিস্ফোরক পোষ্ট করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দালাই লামাকে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবিতে লেখা ছিল, "হোয়াইট হাউসে দলাই লামাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।"

ফটোশপ করা সেই ছবিতে দেখা যাচ্ছে দলাই লামা এবং জো বাইডেন একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন এবং দলাই লামা তাঁর জিভ বের করে রেখেছেন জো বাইডেনের দিকে। ইন্সটাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, "দুজনেরই একই অসুস্থতা রয়েছে, অবশ্যই তাঁরা বন্ধু হতে পারে।"

সেই সময় এই ঘটনার প্রেক্ষিতে মুম্বাইতে কঙ্গনার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বহু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ। যদিও পরবর্তীতে সময়ে এই নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, দালাই লামার সঙ্গে বাইডেনের বন্ধুত্ব নিয়ে তিনি রসিকতা করেছিলেন। এতে তিনি কাউকে আঘাত করতে চায়নি।

সেই ঘটনার প্রেক্ষিতেই সোমবার কালো পতাকা দেখানো হয় অভিনেত্রীকে। এনিয়ে হিমাচল প্রদেশের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর অভিযোগ করেন, কংগ্রেস কর্মীরা তাঁদের সভাকে বিঘ্নিত করার চেষ্টা করে। তাঁরা ফিরে আসার সময় তাদের গাড়িতে পাথরও ছোঁড়া হয়। তাঁর দাবি, তাঁদের ওই স্থানে সভা করার জন্য আগে থেকেই অনুমতি নেওয়া ছিল।

জয়রাম ঠাকুর আরও জানান, গোটা রাজ্যে প্রচারে গিয়েছেন তিনি। কিন্তু এই ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটেছে। এটি কংগ্রেসের "হতাশা" প্রকাশ করে। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানাবে বলেও জানিয়েছেন তিনি।

এই ঘটনায় লাহৌল এবং স্পিতির এসপি মায়াঙ্ক চৌধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বিজেপি এবং কংগ্রেস কর্মীরা মুখোমুখি হয়েছিলেন। কিন্তু কোনও সংঘর্ষ হয়নি। কেউ আহত হয়নি। তবে এক শ্রমিকের পা মচকে গেছে।

ওই জেলার কংগ্রেসের নির্বাচনী সমন্বয়কারী ভিষণ শশনি জানিয়েছেন, স্থানীয় বেশ কয়েকজন মানুষ কঙ্গনাকে ঘিরে প্রতিবাদ দেখান। দালাই লামাকে নিয়ে আক্রমণ করায় কঙ্গনার উপর ক্ষুব্ধ ছিলেন তাঁরা।

মান্ডিতে আগামী ১ জুন নির্বাচন। কঙ্গনা রানাউতের বিরুদ্ধে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিক্রমাদিত্য সিং।

কঙ্গনা রানাউত
PM Narendra Modi: শেষ ১০ বছরে দেশে কোটি কোটি কর্মসংস্থান হয়েছে! NDTV-কে বললেন প্রধানমন্ত্রী মোদী
কঙ্গনা রানাউত
Lok Sabha Polls 24: দেশে ভোটদানের হার অনেকটাই কম, ৩ টে পর্যন্ত রাজ্যে ভোট পড়লো ৬০ শতাংশের বেশি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in