Goa: ভাইপো গোয়ায় 'গাঁয়ে মানে না আপনি মোড়ল' সেজে হাস্যকর কথা বলছেন - অধীর রঞ্জন চৌধুরী

অধীর বলেন - গোয়ায় যা কিছু হচ্ছে মোদীর নির্দেশে হচ্ছে। মোদী বলেছেন, আমার নির্দেশ মত কাজ না হয় তাহলে ভাইপোকে ডাকব, প্রয়োজন হলে জেলে পুরব।
অধীর রঞ্জন চৌধুরী, অভিষেক বন্দ্যোপাধ্যায়
অধীর রঞ্জন চৌধুরী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ফাইল চিত্র
Published on

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অধীর রঞ্জন চৌধুরী বলেন, ভাইপো গোয়ায় 'গাঁয়ে মানে না আপনি মোড়ল' সেজে কতগুলি হাস্যকর কথা বলছেন। কারণ গোয়ায় যা কিছু হচ্ছে নরেন্দ্র মোদীর নির্দেশে হচ্ছে। মোদী বলেছেন আমার নির্দেশ মত কাজ না হয় তাহলে ভাইপোকে ডাকব, প্রয়োজন হলে জেলে পুরব। তারপর থেকে পিসি ও ভাইপো মোদীর দালালির জন্য বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন - ত্রিপুরায় গিয়ে এই একই কাজ করেছে। গোয়ায় গিয়ে করছে। তৃণমূল ঘাতক সেজে বাংলার কোটি কোটি টাকা খরচ করে কংগ্রেসের বিধায়ক কিনে দেখাতে চাইছে তৃণমূল একাই পারে। আজ যখন পরিস্থিতি বিপরীত, যখন পায়ের নিচে থেকে গোয়ার মাটি ধুয়ে যাচ্ছে, যখন দেখলে পরাজয় নিশ্চিত তখন নিজেদের নিশ্চিত পরাজয়ের অভিমুখ ঘোরাতে। গোয়ায় গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে।

তিনি প্রশ্ন তোলেন, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ প্রভৃতি বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে না কেন? সেখানে যেতে কেউ তো বারণ করেনি। মহারাষ্ট্রে নির্বাচনে কংগ্রেস, শিবসেনা ও এনসিপি মিলে বিজেপিকে ধরাশায়ী করেছে। সেখানে তৃণমূল নেই। এতে প্রমাণিত হয় তৃণমূল ছাড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায়। আর এটা বুঝেই নিজেদের পিঠ বাঁচাতে এখন সন্ধির প্রস্তাব দিচ্ছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার গোয়ায় সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন - "কংগ্রেস নিজেদের কায়েমি স্বার্থ রক্ষা করতে তৃণমূলের বিরুদ্ধে ভাষ্য তৈরির চেষ্টা করছে। কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপির পক্ষে ভোট দেওয়া। কংগ্রেস এখন বিজেপিকে চালাচ্ছে, আর বিজেপি কংগ্রেসকে চালাচ্ছে। কংগ্রেসের কোনও নীতি নেই।"

অধীর রঞ্জন চৌধুরী, অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC-Congress: বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়ার যে দাবি তৃণমূল করছে, তা হাস্যকর – অধীর চৌধুরী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in