বিজেপির সঙ্গে অন্য রাজনৈতিক দলের আর কোনো পার্থক্য নেই। এখন দলেরই কিছু ক্ষমতাসীন গোষ্ঠী প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পর্রিকরের অনুগামীদের দূরে সরিয়ে দিচ্ছে। মঙ্গলবার একথা বলেছেন, গোয়ার বন্দর মন্ত্রী এবং বিজেপি বিধায়ক মাইকেল লোবো।
পানাজীতে সাংবাদিকদের সামনে লোবো বলেন, "বিজেপি একটি অন্যরকম দল হিসাবে পরিচিত ছিল। ইদানীং দেখা যাচ্ছে যে অন্য রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির আর কোনো পার্থক্য নেই। পার্টিতে এখন কর্মীদের কোনো গুরুত্ব নেই।"
তিনি আরও বলেন, "পার্রিকরের নির্বাচিত প্রার্থীদের পার্টি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। দলেরই মধ্যে কিছু গোষ্ঠী আছে, যারা মনোহর পারিকরের শুভাকাঙ্ক্ষীদের চায় না, যারা দলের মধ্যে তাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে চায়।"
উল্লেখ্য, ২০১৯ সালে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই পর্রিকরের মৃত্যু হয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তাঁর স্থলাভিষিক্ত হন।
প্রসঙ্গত, পর্রিকরের মৃত্যুর পরপরই প্রয়াত মুখ্যমন্ত্রীর ছেলে উৎপলও দাবি করেছিলেন যে, দল আর তাঁর বাবার দেখানো পথ অনুসরণ করছে না।
২০২২ সালের আসন্ন বিধানসভা নির্বাচনে মাইকেল লোবোকে আর মনোনয়ন দেওয়া হবেনা এই শীর্ষক খবর সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হবার পরেই লোবো এই মন্তব্য করেছেন।
লোবো ২০১২ সাল থেকে ক্যালাঙ্গুট বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হিসাবে কাজ করেছেন। লোবো সিওলিমের পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র থেকে তাঁর স্ত্রী দেল্লিলাকে প্রার্থী করার জন্য বিজেপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন৷
তিনি আরও বলেন, "এমএল টিকিট পাবেন না বলে গুজব রয়েছে এবং তার স্ত্রী সিওলিম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। যদি এই গুজব সত্য হয় তবে আমরা জানতে পারব। দলের মধ্যে কিছু ব্যক্তি আছেন যারা আমাকে চান। আবার কেউ কেউ উচ্চ পদে আছেন, যারা আমাকে টিকিট দিতে চান না। তাঁরা আমার ছায়াকে ভয় পান। দলই এই অবস্থান স্পষ্ট করুক।"
তিনি বলেন, কংগ্রেস, আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মতো অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে তিনি যোগাযোগ রাখছেন।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন