Gujarat Assembly Polls 22: গুজরাট বিধানসভা নির্বাচনে কোটিপতিদের লড়াই, দেখুন সেই তালিকা

বিভিন্ন দল থেকে ৭০ জন মহিলাসহ ৭৮৮ জনের প্রার্থীপদ গৃহীত হয়েছে। এর মধ্যে ৩৩৯ জন হলেন নির্দল প্রার্থী। কোটিপতিদের তালিকায় বেশির ভাগই হলেন বিজেপি’র প্রার্থী।
১, ৫ ডিসেম্বর গুজরাটে ভোট ঘোষণা নির্বাচন কমিশনের
১, ৫ ডিসেম্বর গুজরাটে ভোট ঘোষণা নির্বাচন কমিশনেরগ্রাফিক্স - নিজস্ব
Published on

গুজরাট বিধানসভা (Gujarat Assembly) নির্বাচনে বিভিন্ন দলের হয়ে লড়াইয়ে নামছেন কোটিপতিরা। বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি (AAP) - যাদের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে, তাঁদের মধ্যে একাধিকজন আছেন কোটিপতিদের তালিকায়।

এক প্রেস বিবৃতিতে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর, মোট ৮৯ আসনে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য বিভিন্ন দল থেকে ৭০ জন মহিলাসহ ৭৮৮ জনের প্রার্থীপদ গৃহীত হয়েছে। এর মধ্যে ৩৩৯ জন হলেন নির্দল প্রার্থী। কোটিপতিদের তালিকায় বেশির ভাগই হলেন বিজেপি’র প্রার্থী।

প্রার্থীদের হলফনামা থেকে জানা যাচ্ছে, এই প্রার্থীদের অনেকেই ধনকুবের। তাদের কোটি টাকার সম্পদ রয়েছে। তবে, সম্পদের দিক থেকে শীর্ষে রয়েছেন কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাজ্যগুরু (Indranil Rajyuguru)। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫৯ কোটি ৮৪ লক্ষ টাকা। তালিকায়, দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির পাবুভা মানেক (Pabubha Manek)। তাঁর মোট সম্পদের পরিমাণ ১১৫ কোটি ৫৮ লক্ষ টাকা।  

এছাড়া, সাতজন বিজেপি প্রার্থীর কাছে ৩০ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। আম আদমি পার্টির দুই জন প্রার্থী, প্রত্যেকে ৮ কোটি টাকার বেশি সম্পদ ঘোষণা করেছেন।

জানা যাচ্ছে, বিজেপির কোটিপতি প্রার্থীদের মধ্যে ১১৫.৫৮ কোটি টাকার সম্পদ নিয়ে শীর্ষে রয়েছেন পাবুভা মানেক। মোট ৫৩.৫০ কোটি টাকার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হীরা সোলাঙ্কি (Hira Solanki)। এরপর, ৫৩.৩৯ কোটি টাকার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পরশোতম সোলাঙ্কি (Parshotam Solanki)।

অন্যদিকে, কংগ্রেস ইন্দ্রনীল রাজ্যগুরুর পরে, ৯৮.৪৮ কোটি টাকার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাপরথি ভাচুভাই আর্থ্য (Raparthi Bhachubhai Aarthya)। তারপরেই, রয়েছেন মুলোভা কান্দোরিয়া (Mulobha Kandoria)। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮৫.৪১ কোটি টাকা।

এছাড়া, আম আদমি পার্টির নেতা প্রকাশ কন্ট্রাক্টর (Prakash Contractor) ১৩.২১ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন। তার পরে রয়েছেন, জিনাভাই খেনি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮.৯০ কোটি টাকা।

জানা যাচ্ছে, ৮৯ টি আসনের জন্য মোট ১,৩৬২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিল। ১৫ নভেম্বর মনোনয়ন পরীক্ষার পর তা ৯৯৯-এ নেমে আসে এবং ১৭ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তা কমে দাঁড়ায় ৭৮৮।

গুজরাটে, বাকি ৯৩ আসনে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। এজন্য ১,৫১৫ টি মনোনয়নপত্র পড়েছে। এই পর্বে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ২১ নভেম্বর।

গুজরাটে মোট ১৮২ আসনে দু'দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষিত হবে আগামী ৮ ডিসেম্বর।

আরও পড়ুন

১, ৫ ডিসেম্বর গুজরাটে ভোট ঘোষণা নির্বাচন কমিশনের
Gujarat Assembly Polls 22: দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী, সাসপেন্ড ৭ বিদ্রোহী বিজেপি নেতা
১, ৫ ডিসেম্বর গুজরাটে ভোট ঘোষণা নির্বাচন কমিশনের
Gujarat Assembly Polls 22: অস্বস্তিতে বিজেপি! বিক্ষুব্ধ নেতাদের শান্ত করতে বৈঠকের প্রস্তাব শাহের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in