রাত পেরোলেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে বুধবার, একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। তাতে জানা যাচ্ছে, গুজরাট বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ১,৬২১ প্রার্থীর মধ্যে ৩৩০ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। শতাংশের হিসাবে এটি ২০ শতাংশ।
এর মধ্যে, আম আদমি পার্টি (AAP)- ৬১ জন, কংগ্রেস (Congress)-এর ৬০ জন, বিজেপি (BJP)-র ৩২ জন এবং ভারতীয় ট্রাইবাল পার্টি (Bhartiya Tribal Party)-র ৮ জন, সমাজবাদী পার্টি (SP)-র ৫ জন, বহুজন সমাজ পার্টি (BSP)-র ২ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা।
যেখানে, ২০১৭ সালে গুজরাট বিধানসভা নির্বাচনে ২৩৮ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। শতাংশের হিসাবে এটি ১৪ শতাংশ। অর্থাৎ, গত ৫ বছরের ব্যবধানে গুজরাটে এই সংখ্যা বেড়েছে ৬ শতাংশ।
শুধু তাই নয়, আম আদমি পার্টি (AAP) - যারা নিজেদের সবচেয়ে সৎ এবং স্বচ্ছ বলে দাবি করে, ২০২২ গুজরাট নির্বাচনে তাদের মনোনীত ২৪ শতাংশ (৪৩ জন) প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা।
এছাড়া, কংগ্রেসের ১৬ শতাংশ (২৮ জন), বিজেপি ১৪ শতাংশ (২৫ জন) এবং ভারতীয় ট্রাইবাল পার্টির ৮ শতাংশ (২ জন) প্রার্থীর বিরুদ্ধে খুন, ধর্ষণ এবং খুনের চেষ্টা সম্পর্কিত গুরুতর অপরাধের জন্য মামলা ফৌজদারি আছে।
গুজরাট বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দু'দফায় - ১ ডিসেম্বর (আগামীকাল) এবং ৫ ডিসেম্বর৷ ভোট গণনা হবে ৮ ডিসেম্বর৷
জানা যাচ্ছে, যে ৩৩০ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তাঁদের মধ্যে ১৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামীকাল (৮৯ টি আসনে)। বাকি, ১৬৩ জন লড়বেন আগামী ৫ ডিসেম্বর (৯৩ টি আসনে)।
ADR জানিয়েছে, গুরুতর ফৌজদারি মামলার অর্থ জামিন অযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। যার সর্বোচ্চ শাস্তি হল- পাঁচ বছর বা তার বেশি সময়ের কারাদণ্ড।
১৮ জন প্রার্থীর নামে নারী নির্যাতন ও হেনস্তার অভিযোগ রয়েছে। একজন প্রার্থী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। পাঁচজনের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এবং ২০ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে।
AAP-এর টিকিটে, আহমেদাবাদ জেলার দাসক্রোই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিরণ প্যাটেল (Kiran Patel)। তার বিরুদ্ধে হত্যার মামলা রয়েছে। পাটান আসনে কংগ্রেস প্রার্থী কিরীট প্যাটেল (Kirit Patel), তাঁর নামে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। অন্যদিকে, শেহরা আসনে বিজেপি টিকিটে লড়ছেন জেঠা ভারওয়াড (Jetha Bharwad)। তাঁর নামে ধর্ষণ, অপহরণ, মহিলার শ্লীলতাহানির অভিযোগে মামলা রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন