আগামী মাসেই গুজরাটের বিধানসভা নির্বাচন। তার আগেই বিপুল পরিমাণ মাদক দ্রব্য বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের স্থায়ী নজরদারি দল ও গুজরাট পুলিশ। ৮১৭ কেজির মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৬১ কোটি ৫৭ লাখ ৫ হাজার ১৮৪ টাকা। কমিশন সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে মাদক সংক্রান্ত ২৯টি মামলা দায়ের হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গুজরাটের মুখ্য নির্বাচনী আধিকারিক পি ভারতী সাংবাদিকদের সামনে বলেন, অস্ত্র আইনের অধীনে ৫১টি অস্ত্র ও ২৭৪টি গুলি ও বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। গুজরাটে ৫৫ হাজার ৬৪০জন অস্ত্র লাইসেন্স প্রাপক আছেন। যার মধ্যে ৫৪ হাজার ৩৭৩জন স্থানীয় পুলিশ স্টেশনে বা পুলিশ হেডকোয়ার্টারে অস্ত্রগুলি জমা দিয়েছেন।
তাছাড়া নিষিদ্ধ আইনের (Prohibition Act) অধীনে ১৭ হাজার ৭৮৯জনের বিরুদ্ধে মোট ১৭০৪টি মামলা করেছে পুলিশ। পাশাপাশি ৯ লাখ টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ১০ লাখ টাকার গহনা এবং ২ কোটি ২ লাখ ৪২ হাজার ৪৯০ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে ফ্লাইং স্কোয়াড। এর বেশকিছু দিন আগেই গুজরাট থেকে ৭১.৮৮ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল।
উল্লেখ্য, ১৮২ আসনের গুজরাটে ভোটগ্রহণ হবে দুই দফায়। প্রথম দফা হবে ১ ডিসেম্বর ও দ্বিতীয় দফা হবে ৫ ডিসেম্বর। নির্বাচনের ফল জানা যাবে ৮ ডিসেম্বর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন