বিজেপি শাসিত গুজরাটে বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়। রাজ্যের শাসক দল এবারের নির্বাচনে জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রবীন্দ্র জাদেজার পত্নী রিভাবা জাদেজাকে। নির্বাচনে টিকিট পাওয়া বিজেপি প্রার্থীদের ১৬০ জনের যে প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে নাম রয়েছে রিভাবার।
জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রিভাবা প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী বিপেন্দ্রসিংহ চতুরসিংহ জাদেজার বিরুদ্ধে। এই প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ২০১৭ সালে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে জিতেছিলেন ধর্মেন্দ্রসিংহ এম জাদেজা। তাঁর জায়গাতেই এবার স্থলাভিষিক্ত করা হয়েছে রিভাবাকে।
মূলত যে যে বিষয়গুলিকে সামনে রেখে রিভাবাকে প্রার্থী করেছে বিজেপি :-
১) রিভাবা জাদেজা কংগ্রেসের প্রবীণ নেতা হরি সিং সোলাঙ্কির পূর্বপরিচিত এবং রাজপুত ঐতিহ্যবাহী প্রাক্তন রাজপরিবারের অন্তর্গত।
২) তিনি জামনগর সৌরাষ্ট্র অঞ্চলের একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগদান করেন।
৩) সূত্রের খবর, গুজরাটে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই নিজের নির্বাচনী এলাকায় বিজেপির সমর্থনের জন্য প্রচার চালিয়েছেন রিভাবা।
৪) গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
৫) শুধু তাই নয়, রাজপুত দল করোনি সেনার সদস্যও ছিলেন রিভাবা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ২০১৬ সালে রবীন্দ্র জাদেজাকে বিয়ে করেন তিনি।
এইসব কারণগুলিকে সামনে রেখেই আসন্ন বিধানসভা নির্বাচনে রিভাবাকে প্রার্থী করেছে বিজেপি। এমনটাই জানা গেছে সূত্র মারফত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন