Haryana: এলানাবাদে ফের এগিয়ে কৃষি আইনের বিরোধিতা করে ইস্তফা দেওয়া INLD-র অভয় চৌতালা

কেন্দ্রের বিজেপি সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে পদত্যাগ করেছিলেন অভয় কুমার চৌতালা। উপনির্বাচনে ওই কেন্দ্র থেকেই লড়ে তিনি ফের জয়ের মুখে।
অভয় চৌতালা
অভয় চৌতালা ফাইল ছবি, দ্য প্রিন্ট-এর সৌজন্যে
Published on

কেন্দ্রের বিজেপি সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে পদত্যাগ করেছিলেন অভয় কুমার চৌতালা। উপনির্বাচনে ওই কেন্দ্র থেকেই লড়ে তিনি ফের জয়ের মুখে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে তিনি বিজেপি জেজেপি জোটের প্রার্থী গোবিন্দ কান্ডার থেকে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন। কংগ্রেস প্রার্থী পবন বেনীওয়াল অনেকটাই পেছনে। এই কেন্দ্রে গণনা হবে ১৬ রাউন্ড।

১২ রাউন্ড গণনার শেষে আইএনএলডি প্রার্থী অভয় সিং চৌতালা পেয়েছেন ৪৯,৮২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির গোবিন্দ কান্ডা পেয়েছেন ৪৫,৮৬৬ ভোট। কংগ্রেস প্রার্থী পবন বেনীওয়াল পেয়েছেন ১৭,০০৪ ভোট। এই কেন্দ্রের মোট প্রার্থী আছেন ১৯ জন।

রাজ্য বিধানসভায় তিনবারের নির্বাচিত বিধায়ক চৌতালা। ২০১০, ২০১৪ এবং ২০১৯ সালে এই কেন্দ্র থেকেই তিনি নির্বাচিত হয়েছিলেন। গত জানুয়ারি মাসে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ফেব্রুয়ারি মাসে বিজেপিকে আক্রমণ করে তিনি জানিয়েছিলেন, ক্ষমতায় আসার আগে বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু ক্ষমতায় আসার পর তারা কোনো কথা রাখেনি। সব ভুলে গেছে এমনকি স্বামীনাথন কমিটির সুপারিশও মানেনি।

গত ৩০ অক্টোবর এই কেন্দ্রের নির্বাচনে ভোট পড়েছিলো প্রায় ৮১ শতাংশ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in