রাত পোহালেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই এই রাজ্য থেকে রেকর্ড পরিমাণ নগদ এবং মদ বাজেয়াপ্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে। সংবাদ সংস্থা ANI-র একটি ট্যুইটে উঠে এসেছে এই সংক্রান্ত তথ্য। পাশাপাশি গুজরাট থেকেও ব্যাপক মদ ও টাকা উদ্ধার করা হয়েছে।
আগামীকাল (শনিবার) হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গুজরাটে নির্বাচন হবে আগামী ১ ও ৫ ডিসেম্বর। নির্বাচন সংস্থা জানিয়েছে, হিমাচল প্রদেশে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় চলতি বছর নির্বাচনের আগে বাজেয়াপ্ত নগদ, মদের পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটের আগে অর্থ এবং মদ বাজেয়াপ্ত করার এই পরিকল্পনা যথেষ্ট 'উৎসাহজনক' ফল দিয়েছে বলে মনে করছে কমিশন।
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, নির্বাচনের দিন ঘোষণার কয়েকদিনের মধ্যেই গুজরাট থেকে ৭১.৮৮ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। যা ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের রেকর্ডকেও ছাপিয়ে গেছে। সেই সময় বাজেয়াপ্ত নগদের পরিমাণ ছিল ২৭.২১ কোটি।
একইভাবে, হিমাচলপ্রদেশে নগদ এবং মদ বাজেয়াপ্ত করার বিষয়টিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে পরিমাণটা ৯.০৩ কোটি থেকে ৫ গুণ বেড়ে হয়েছে ৫০.২৮ কোটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন