হিমাচল প্রদেশ এবং গুজরাটে বিধানসভা নির্বাচনের ভোট গণনা এখনও চলছে। তবে, হিমাচলে ম্যাজিক ফিগার পেরিয়ে গেলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না কংগ্রেস। জানা গেছে, ভোট গণনা শেষ হওয়ার আগেই বিধায়কদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে তৎপর সেখানকার কংগ্রেস নেতৃত্ব। এগিয়ে থাকা কংগ্রেস প্রার্থীরা ইতিমধ্যেই সিমলায় রাজ্য শাখার প্রধান প্রতিভা সিংয়ের বাড়িতে পৌঁছতে শুরু করেছেন।
শেষ পাওয়া খবর অনুযায়ী, হিমাচল প্রদেশের ৬৮ টি আসনের মধ্যে ৪০টি আসনে এগিয়ে কংগ্রেস, ২৫ টি আসনে এগিয়ে বিজেপি এবং ৩টি আসনে এগিয়ে রয়েছে নির্দল। বৃহস্পতিবার, ভোট গণনা চলাকালীন হিমাচলে প্রথম রাউন্ড থেকেই বিজেপি এবং কংগ্রেসের মধ্যে চলছে জোর টক্কর। সেখানে এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি আম আদমি পার্টি।
অন্যদিকে, গুজরাটের চিত্রটা সম্পূর্ণ আলাদা। সেখানে বিজেপি এগিয়ে রয়েছে ১৫৮টি আসনে, কংগ্রেস ১৬টি, আম আদমি পার্টি ৫টি এবং নির্দল এগিয়ে রয়েছে ৩টি আসনে। ম্যাজিক ফিগার ৯২ ছাড়িয়ে গেছে বিজেপি। গেরুয়া ঝড়ের কাছে কার্যত ধরাশায়ী কংগ্রেস।
তবে, হিমাচলে বিজেপির থেকে একটু হলেও এগিয়ে রয়েছে কংগ্রেস। আবার অন্যদিকে সেখানকার ফলাফল ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনাও কোনওভাবেই উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে কংগ্রেস নেতৃত্বের। কারণ, কংগ্রেস জিতলে এমনকি ত্রিশঙ্কু হলেও ‘ঘোড়া কেনাবেচা’র আশঙ্কা করছেন হিমাচল প্রদেশের কংগ্রেস নেতৃত্ব। এরই মাঝে বিজেপি নেতা বিনোদ তাওড়ের হিমাচলে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে কংগ্রেস।
সূত্র মোতাবেক জানা গেছে, ভোটের গতিপ্রকৃতি লক্ষ্য করেই বৃহস্পতিবার সকালে হিমাচলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। আর তাতেই ক্রমশ উদ্বেগ বাড়ছে কংগ্রেস শিবিরে। কংগ্রেস সূত্রের খবর, রাজ্য থেকে দূরে কোথাও প্রার্থীদের সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেতৃত্ব। এগিয়ে থাকা প্রার্থীদের রাজস্থানের জয়পুরের একটি বিলাসবহুল রিসর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু হয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সাথে ইতিমধ্যেই এই ব্যাপারে হিমাচলের কংগ্রেস নেতৃত্বের যোগাযোগ হয়েছে বলেই খবর। পাশাপাশি, জয়ী প্রার্থীদের আরও এক কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিশগড়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ, বিজেপির 'অপারেশন লোটাস'-র আশঙ্কাকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছে না রাহুল গান্ধীর দল।
হিমাচলের কংগ্রেস ইনচার্জ তাজিন্দর সিং বিট্টুর কথায়, "আমরা আমাদের নেতাদের চণ্ডীগড়ে নিয়ে যাচ্ছি। কারণ বিজেপি বিধায়ক কেনাবেচার চেষ্টা করবে, যেমনটি তারা অতীতে বহুবার করেছে।"
এ প্রসঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানান, "আমি হিমাচল যাব কারণ আমি সেখানকার দলীয় পর্যবেক্ষক। আমরা তাঁদের (বিধায়কদের) এখানে আনব না। তবে আমাদের এটা নিশ্চিত করতে হবে, আমাদের লোকদের একসঙ্গে রাখা হয়েছে। কারণ, বিজেপি যে কোনও প্রান্তে যেতে পারে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন