লোকসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে বড় ধাক্কা। রবিবার দল ছাড়লেন হরিয়ানার হিসারের বিজেপি সাংসদ ব্রিজেন্দ্র সিং। গতকালই দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে হাত শিবিরে যোগ দিলেন তিনি।
রবিবার কংগ্রেসে যোগ দিয়ে ব্রিজেন্দ্র সিং বলেন, “রাজনৈতিক এবং আদর্শগত পার্থক্যের কারণে আমি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছি। কৃষকদের সমস্যা থেকে শুরু করে অগ্নিবীর প্রকল্প, কুস্তিগীরদের প্রতিবাদ - অনেক বিষয়েই আমার মতভেদ ছিল। আমি কংগ্রেস পরিবারে যোগ দিতে পেরে খুব খুশি।“
ব্রিজেন্দ্র সিংয়ের কংগ্রেসে যোগদানের সময় খাড়গের বাসভবনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং দীপক বাবরিয়া। কংগ্রেস সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে হিসার থেকে দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্রিজেন্দ্র সিং।
বিজেপির প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে আমলাতন্ত্র থেকে রাজনীতিতে আসা ব্রিজেন্দ্র সিং লেখেন, “বাধ্যতামূলক রাজনৈতিক কারণে বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি আমি। হিসারের সাংসদ হিসাবে আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি দল, দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে কৃতজ্ঞতা জানাই। আমি লোকসভার সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি। আমি হিসারের জনগণের কাছে কৃতজ্ঞ, তাঁরা আমাকে এমপি হিসাবে তাঁদের দাবি উত্থাপন করার সুযোগ দিয়েছেন। যে জনসেবার সংকল্প নিয়ে আমি আইএএস-এর চাকরি ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেছি তা অব্যাহত থাকবে।“
ব্রিজেন্দ্র সিং প্রবীণ বিজেপি নেতা চৌধুরী বীরেন্দ্র সিংয়ের ছেলে এবং প্রখ্যাত জাট নেতা ছোটু রামের প্রপৌত্র। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জননায়ক জনতা পার্টি (জেজেপি) নেতা দুষ্যন্ত চৌতালাকে হারিয়েছিলেন তিনি।
লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। ১৯৫ জনের নাম ঘোষণা করা হয়েছে সেই তালিকায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার স্পিকার ওম বিড়লার নাম রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন