আজই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেবার শেষ দিন। যদিও এখনও পর্যন্ত রাজ্যের শাসক মহাযুতি অথবা বিরোধী মহা বিকাশ আঘাদির আসন সমঝোতা সম্পূর্ণ হয়নি। দুই পক্ষেই বেশ কিছু আসন নিয়ে এখনও পর্যন্ত শরিকি বিবাদ, আলাপ আলোচনা চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ বিধানসভা আসনে এখনও রফাসূত্র খুঁজে পায়নি রাজ্যের ক্ষমতাসীন বিজেপি, শিবসেনা, এনসিপি (অজিত পাওয়ার) গোষ্ঠী। অন্যদিকে গত সপ্তাহ জুড়ে আসন রফা নিয়ে দফায় দফায় আলোচনা করার পরেও এখনও পর্যন্ত ১৬ আসনে রফাসূত্র মেলেনি কংগ্রেস, শিবসেনা (ইউবিটি), এনসিপি (শারদ পাওয়ার) গোষ্ঠীর।
রাজ্যের ক্ষমতাসীন মহাযুতি জোটের আসন রফার সূত্র অনুসারে প্রধান শরিক বিজেপির ভাগে পড়েছে ১৫০ আসন। বাকি ১৩৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা শিবসেনা একনাথ শিন্ধে এবং এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর। নিজেদের ভাগের ১৫০ আসনের মধ্যে ১৪৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি এবং বাকি ৪ আসন ছেড়ে দিচ্ছে চার ছোটো শরিককে। যদিও দুই বিজেপি নেতা নেত্রী আমোল খাটাল এবং সাইনা এন সিকে প্রার্থী করেছে একনাথ শিন্ধের শিবসেনা।
এখনও পর্যন্ত মোট ৮০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে শিবসেনা একনাথ শিন্ধে গোষ্ঠী। এরা নিজেদের ভাগের আসন থেকে ২টি আসন ছেড়েছে ছোটো শরিকদের। অন্যদিকে রফায় বাকি ৫৮ আসন পাওয়া এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী এখনও পর্যন্ত ৫১ জনকে মনোনয়ন দিয়েছে।
অন্যদিকে বিরোধী মহা বিকাশ আঘাদি শিবিরেও আসন রফা নিয়ে জট কাটেনি। এখনও পর্যন্ত ১০৩ আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। শিবসেনা (ইউবিটি) প্রার্থী ঘোষণা করেছে ৮৭ আসনে এবং এনসিপি (শারদ পাওয়ার) প্রার্থী ঘোষণা করেছে ৮২ আসনে। অর্থাৎ সেই হিসেবে এখনও পর্যন্ত ১৬ আসনে মহা বিকাশ আঘাদি প্রার্থী ঘোষণা করেনি। যদিও প্রাথমিকভাবে ঠিক হয়েছিল মহা বিকাশ আঘাদির প্রধান তিন রাজনৈতিক দল ৮৫টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
শেষ লোকসভা নির্বাচনে মহা বিকাশ আঘাদির কাছে পর্যুদস্ত হতে হয় বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি শিবিরকে। রাজ্যের মোট ৪৮ লোকসভা আসনের মধ্যে ৩১টিতে জয়লাভ করে মহা বিকাশ আঘাদি এবং ১৭ আসনে জয়ী হয় মহাযুতি শিবির। কংগ্রেস এই নির্বাচনে ১৩ আসনে জয়ী হয় এবং বিজেপি জয়ী হয় ৯ আসনে। যা ২০১৯ লোকসভা নির্বাচনে ছিল যথাক্রমে ১ এবং ২৩।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন