Telangana: ওয়াইনাড নয়, হায়দারাবাদে আমার সঙ্গে লড়াই করুন - রাহুল গান্ধীকে প্রকাশ্য চ্যালেঞ্জ ওয়েইসির

কিছুদিন আগেই রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে ওয়েইসির দল এবং বিজেপি একযোগে কাজ করছে। রাজনৈতিক মহলের মতে এদিন তারই পাল্টা আক্রমণ করেছেন ওয়েইসি।
রাহুল গান্ধী ও আসাদুদ্দিন ওয়েইসি
রাহুল গান্ধী ও আসাদুদ্দিন ওয়েইসিফাইল ছবি, দ্য নিউজ মিনিটের সৌজন্যে
Published on

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। আগামী লোকসভা নির্বাচনে ওয়াইনাডের বদলে রাহুল গান্ধীকে হায়দারাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ দিয়েছেন ওয়েইসি। কিছুদিন আগেই রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে ওয়েইসির দল এবং বিজেপি একযোগে কাজ করছে। রাজনৈতিক মহলের মতে এদিন তারই পাল্টা আক্রমণ করেছেন ওয়েইসি।

রবিবার হায়দারাবাদে এক জনসভা থেকে ওয়েসি রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেন, “এবার ওয়াইনাড নয়, হায়দারাবাদ থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে ওয়াইনাড নয়। এবার আপনি হায়দারাবাদে দাঁড়ান।”

এদিন রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে ওয়েইসি আরও বলেন, আপনি বড়ো বড়ো মন্তব্য করেন। এবার বাস্তবের মাটিতে আসুন এবং লড়াইয়ের মুখোমুখি হন। আপনি আমার বিরুদ্ধে লড়াইতে নামুন এবং বুঝে নিন লড়াই কাকে বলে।

ওয়েইসি এদিন অভিযোগ করেন, কংগ্রেস আমলেই উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ভাঙা হয়েছে।

প্রসঙ্গত, এই মাসের প্রথমে তেলেঙ্গানার টুক্কুগুডাতে বিজয়বিহারী সভায় বক্তৃতা দেবার সময় রাহুল গান্ধী বলেন, বিজেপি, বিআরএস এবং এআইএমআইএম একযোগে তেলেঙ্গানায় কার করছে এবং আমরা এই তিন শক্তির বিরুদ্ধে লড়াই করছি।

উল্লেখ্য, এই বছরের শেষদিকে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। যে নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলই জমি দখলের লড়াইতে সম্মুখ সমরে। রাজ্যের ক্ষমতাসীন বিআরএস ইতিমধ্যেই নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। অন্যদিকে কংগ্রেসের পক্ষ জানানো হয়েছে তেলেঙ্গানায় ক্ষমতায় এলে তারা ছ’দফা কর্মসূচী পূরণ করবে।

তেলেঙ্গানা নির্বাচনকে সামনে রেখে এআইএমআইএম জানিয়েছে, কংগ্রেস অনেক কথা বলে। কিন্তু আমরা প্রস্তুত। কংগ্রেসের আমলে রাজ্যের মানুষ চরম বঞ্চনার শিকার হয়েছিল। আমরা তেলেঙ্গানার শান্তি বজায় রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করবো।

রাহুল গান্ধী ও আসাদুদ্দিন ওয়েইসি
Lok Sabha Polls 24: BJP নেতৃত্বাধীন NDA জোটে যোগ দেওয়ায় JD(S) ছাড়লেন একাধিক মুসলিম নেতা
রাহুল গান্ধী ও আসাদুদ্দিন ওয়েইসি
Women Reservation: মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদী সরকারের বিশ্বাসঘাতকতা - ২১ সাংবাদিক সম্মেলন কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in