কয়েক মাস আগে হওয়া লোকসভা নির্বাচনে কেরালার ওয়াইনডে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। মার্জিন ছিল ৩ লক্ষ ৬৮ হাজার ৪২২। উপনির্বাচনে দাদার জয়ের মার্জিনকে ছাড়িয়ে গেলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে জয়ী হয়েছেন তিনি। জয় নিশ্চিত হওয়ার আগেই ওয়াইনাডের বাসিন্দাদের ধন্যবাদ জানালেন প্রিয়াঙ্কা গান্ধী।
নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য আমি কৃতজ্ঞ। এই জয় আপনাদের জয়, সময়ের সাথে সাথে আপনারা যাতে এটি অনুভব করেন তা নিশ্চিত করার দায়িত্ব আমার। যাঁকে আপনারা প্রতিনিধি করেছেন, সে আপনাদের একজন হয়ে, আপনাদের জন্য লড়াই করবে। সংসদে আপনাদের কণ্ঠস্বর হওয়ার জন্য উন্মুখ।‘
ইউডিএফের কর্মীদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে প্রিয়াঙ্কা লেখেন, ‘যাঁরা প্রচারের জন্য কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।‘ নিজের পরিবারকেও কৃতজ্ঞতা জানিয়েছেন ওয়াইনাডের নবনির্বাচিত সাংসদ। তিনি লেখেন, ‘মা, রবার্ট, রায়হান এবং মিরায়াকে ধন্যবাদ আমাকে ভালোবাসা এবং সাহস দেওয়ার জন্য। দাদা রাহুলের কাছে কৃতজ্ঞ, আমাকে পথ দেখানোর জন্য এবং সবসময় আমার সঙ্গে থাকার জন্য।‘
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রিয়াঙ্কা গান্ধী ওয়াইনাডে ভোট পেয়েছেন – ৬,২২,৩৩৮। তার পরেই রয়েছেন সিপিআই প্রার্থী সত্যেন মোকেরি। তিনি ভোট পেয়েছেন ২,১১,৪০৭। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী নভ্যা হারিদাস। ভোট পেয়েছেন ১,০৯,৯৩৯।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন