I-N-D-I-A: একের বিরুদ্ধে এক প্রার্থীতে জোর - ২০১৯-এর তুলনায় অনেক কম আসনে লড়বে কংগ্রেস

People's Reporter: কংগ্রেস শীর্ষ নেতৃত্বের মতে নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে একের বিরুদ্ধে এক প্রার্থী ঘোষণা করে নির্বাচনে যেতে হবে। গত নির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল ৪২১ আসনে।
মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী
মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীফাইল ছবি
Published on

আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির ইন্ডিয়া মঞ্চকে ঐক্যবদ্ধ রাখতে কম সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। লোকসভার মোট ৫৪৩ টি আসনের মধ্যে কংগ্রেস ২৫৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে জানা গেছে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের মতে আগামী নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে একের বিরুদ্ধে এক প্রার্থী ঘোষণা করেই নির্বাচনে যেতে হবে।

২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল ৪২১ আসনে। সেবার কংগ্রেস জয়ী হয় ৫২ আসনে। একাধিক রাজ্যে জোট গড়ে নির্বাচনে লড়লেও সেবার এই প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। সেবার কংগ্রেস বিহারে আরজেডি-র সঙ্গে, মহারাষ্ট্রে এনসিপি-র সঙ্গে, জেডিএস-এর সঙ্গে কর্ণাটকে, ঝাড়খন্ড মুক্তি মোর্চার সঙ্গে ঝাড়খন্ডে এবং তামিলনাড়ুতে ডিএমকে-র সঙ্গে জোট করেছিল।

বিগত লোকসভা নির্বাচনে বিহারের ৪০ আসনের মধ্যে ৯টি, ঝাড়খন্ডের ১৪ আসনের মধ্যে ৭টি, কর্ণাটকের ২৮ আসনের মধ্যে ২১টি, মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে ২৫টি, তামিলনাড়ুর ৩৯ আসনের মধ্যে ৯টি এবং উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে ৭০টিতে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাংসদ রাহুল গান্ধী, এআইসিসি সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সহ পাঁচ সদস্যের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি সম্প্রতি এক বৈঠকে বসে। বিভিন্ন রাজ্যের সঙ্গে আসন বিষয়ক বিস্তারিত আলোচনার পর ওই বৈঠকে পেশ হওয়া রিপোর্টের ভিত্তিতে কমিটি আলোচনা করে। ন্যাশনাল হেরাল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

সূত্র অনুসারে, অতি দ্রুত ইন্ডিয়া মঞ্চের রাজনৈতিক দলগুলির সঙ্গে আসন বন্টনের বিষয়ে আলোচনা শুরু হবে। শুধুমাত্র পাঞ্জাব এবং দিল্লীর আসনগুলির জন্য আম আদমি পার্টির সঙ্গে আলাদা করে আলোচনায় বসবে কংগ্রেস। একইভাবে যেসব রাজনৈতিক দল একের বেশি রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাঁদের সঙ্গে আসন বন্টনের বিষয় আলাদা করে আলোচনা হবে।

অন্যদিকে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার কমিটি ৪ জানুয়ারি এক বৈঠকে মিলিত হয়। ওই বৈঠকে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান পি চিদাম্বরম।

মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী
BJP: 'ইসবার ৪০০ পার' - এই স্লোগানকে সামনে রেখে লোকসভার জন্য ঝাঁপাবে বিজেপি!
মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী
Loksabha Polls 2024: লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি, রাজ্য সফর শুরু করছেন কমিশনের আধিকারিকরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in