Mamata Banerjee: ১ জুন 'ইন্ডিয়া' জোটের বৈঠকে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

People's Reporter: উত্তর কলকাতার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকে কটাক্ষ করে মমতা বলেন, “যিনি এখানে কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি তো হাঁটতেই পারেন না! ভোট কাটতে দাঁড়িয়েছেন।“
মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জিছবি - মমতা ব্যানার্জির ফেসবুক পেজ
Published on

আগামী ১ জুন সপ্তম দফায় রাজ্যে ন’টি কেন্দ্রে নির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তথা দক্ষিণ কলকাতাতেও ভোট শেষ দফাতেই। আর ওই দিনই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। খাড়্গের ডাকা বৈঠকে যে তিনি হাজির থাকতে পারবেন না সোমবারের সভা থেকে সে কথা জানালেন মমতা। কারণ শুধু ভোট নয়, সাইক্লোন রেমালে বিপর্যস্ত এলাকায় ত্রাণকার্যের উপর নজর রাখতে এই সিদ্ধান্ত।

সোমবার উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকে মমতা বলেন, “বিজেপি এ বার হারবে। ওরা সরকারে আসতে পারবে না। ১ তারিখ তো ‘ইন্ডিয়া’ টিম মিটিং ডেকে দিয়েছে। কিন্তু আমি বলেছি, আমি ওই বৈঠকে যেতে পারব না। ওই দিন বাংলায় ন’টি আসনে ভোট রয়েছে। বাংলায় ছাড়াও বিহারে ভোট রয়েছে। উত্তরপ্রদেশে ভোট রয়েছে। অখিলেশ কী ভাবে যাবে? এক দিকে ভোট, অন্য দিকে দুর্যোগ পরবর্তী ত্রাণকার্য আমাকে তত্ত্বাবধান করতে হবে। ওটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।“

তবে মুখ্যমন্ত্রী বৈঠকে উপস্থিত হতে না পারলেও তৃণমূলের পক্ষ থেকে ওই বৈঠকে অন্য কেউ প্রতিনিধিত্ব করবেন কিনা, সেকথা স্পষ্ট করেন নি মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এদিনের সভা থেকে ইন্ডিয়া জোট যে তৃণমূল ছাড়া সম্ভব নয়, সেকথা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। বলেন, “তৃণমূল ছাড়া ইন্ডিয়া জোট সরকার হবে না।“ উল্লেখ্য, বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ইন্ডিয়া জোটের সঙ্গে তার দলের সমীকরণ নিয়ে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “ইন্ডিয়া’র সরকার গঠনের জন্য তিনি বাইরে থেকে সমর্থন দিয়ে দেবেন।“ যার অর্থ দাঁড়িয়েছিল, বিরোধী জোটের সরকার হলে তৃণমূল তাতে অংশীদার হবে না। এরপর থেকে বাম-কংগ্রেসরা বলতে শুরু করে, তৃণমূলনেত্রী বিজেপিকে বার্তা দিতেই ওই কথা বলেছেন। পরে যদিও মমতা সে কথার ব্যাখ্যা দেন। এবং বলেন, তাঁর বলা কথা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে।  

পাশাপাশি, সোমবারের নির্বাচনী সভা থেকে উত্তর কলকাতার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকেও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, “যিনি এখানে কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি তো হাঁটতেই পারেন না! ভোট কাটতে দাঁড়িয়েছেন।“ উল্লেখ্য, তৃণমূলের সমর্থনেই প্রদীপ রাজ্যসভার সাংসদ ছিলেন। কয়েকমাস হল তাঁর মেয়াদ শেষ হয়েছে।

মমতা ব্যানার্জি
I-N-D-I-A: ভোটগ্রহণ পর্বের শেষ দিনেই খাড়গের সভাপতিত্বে বিরোধী ইন্ডিয়া মঞ্চের বৈঠক
মমতা ব্যানার্জি
BJP Vs TMC: বিজ্ঞাপন মামলা - হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে BJP-র আবেদন প্রত্যাখ্যান করলো শীর্ষ আদালত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in