রবিবার ব্রিগেড সমাবেশ থেকে লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের ৪২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। সেই তালিকায় নাম নেই ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের। তাঁর জায়গায় এবার তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে বিধায়ক পার্থ ভৌমিককে। এই নিয়ে ক্ষুব্ধ অর্জুন। প্রার্থী না হতে পেরে তাঁর বিজেপিতে প্রত্যাবর্তনের জোরালো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এর উত্তরও দিলেন তিনি সাংবাদিক বৈঠক করে।
২০১৯ –এর লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে অর্জুনকে প্রার্থী করা হয়নি। তার জায়গায় সেবার প্রার্থী হয়েছিলেন দীনেশ ত্রিবেদী। টিকিট না পেয়ে রাতারাতি বিজেপিতে যোগ দেন অর্জুন। সেবার বিজেপির প্রতীকে নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। তবে ২০২২ সালে ঘরওয়াপসি হয় তাঁর। সেসময় তিনি জানিয়েছিলেন, “ঘরের ছেলে ঘরে ফিরেছে।“
এবারের লোকসভাতেও প্রার্থী হতে পারেননি তিনি। এই নিয়ে বেশ ক্ষুব্ধ অর্জুন। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তিনি জানান সেকথা। অর্জুনের কথায়, “গতকাল দলের সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গেছিলাম। এখন একটু ধাতস্থ হয়েছি।“
এরপরেই বিজেপিতে যাচ্ছেন কিনা জানতে চাওয়া হলে জল্পনা জিইয়ে রেখেই তিনি জানান, “অনুগামীদের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেব।“ সেই সঙ্গে তিনি এও জানান, “বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে একটু ভুল হয়েছে।“
পাশাপাশি, এদিন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রসঙ্গে তিনি জানান, “আমার সঙ্গে কারও সম্পর্ক খারাপ নয়। পার্থ ভৌমিক কাল আমার বাড়িতে আসবেন বলেছেন। পার্থ বড় নেতা হয়ে গেছেন, বহুদিন আসেননি, কাল আসবেন।“
তবে এই ঘটনায় তিনি যে বেশ দুঃখ পেয়েছেন, তা এদিন তাঁর কথায় প্রকাশ পেয়েছে। অর্জুন এদিন জানান, “যা হয়েছে সেটা দুঃখজনক ঘটনা। আমি মানুষের সঙ্গে রাজনীতি করা লোক, হাওয়ায় রাজনীতি করি না। সেই জন্য মানুষ আমার সঙ্গে রয়েছেন।“
এরপরেই পার্থর বিরুদ্ধে কিছুটা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “পার্থর সঙ্গে রাজনীতি করার থেকে না করাই ভাল।“ তাহলে কি দলের অন্য কোনো পদে দেখা যেতে পারে তাঁকে? এর উত্তরে অর্জুন জানান, “সাংসদ পদের টিকিটই পেলাম না, অন্য পদ নিয়ে কী করব?” তাহলে কি তিনি নির্দলে যাচ্ছেন? উত্তরে জানান, “নির্দল হয়ে আমি দাঁড়াব না।“
তবে সাংসদ পদের প্রার্থী না হতে পেরে কি তিনি ফের বিজেপিতে যোগ দেবেন? সেই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলের অন্দরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন