জেল থেকে জামিন পেয়েই বিজেপিকে আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, মোদী চাইছে 'এক দেশ এক নেতা' নীতি চালু করতে। যার জেরে জেলে যেতে হতে পারে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের।
শুক্রবার সুপ্রিম নির্দেশে অন্তর্বর্তী জামিন পেয়েছেন কেজরিওয়াল। শনিবার নির্বাচনী প্রচারে বেরিয়েই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কেজরিওয়াল বলেন, বিজেপি চাইছে এক দেশ এক নেতা। তারা যদি ক্ষমতায় আসে তাহলে কোনো বিরোধী দলের নেতাদের রাখবে না। আমাকে জেলে ঢুকিয়েছে, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলে ঢুকিয়েছে। আগামী দিনে, তেজস্বী যাদব, পিনারাই বিজয়ন এবং মমতা ব্যানার্জির মতো বিরোধী দলের নেতাদের গ্রেফতার করে জেলে দেওয়া হবে।
শুধু তাই নয়, নিজের দলের নেতাদের ক্যারিয়ারও শেষ করে দেবেন মোদী বলে দাবি করেছেন কেজরিওয়াল। তিনি বলেন, "আডবানি, মুরলি যোশী, শিবরাজ চৌহান, বসুন্ধরা রাজে, মনোহর লাল খট্টর, রমন সিং-এর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এর পরের লক্ষ্য যোগী আদিত্যনাথ। যদি মোদী আবার জয়ী হন, দুই মাসের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পরিবর্তন করবেন তিনি।"
তিনি আরও বলেন, বিজেপি চেয়েছিল আপকে পুরোপুরি শেষ করে দিতে। আমাকে, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে ভেবেছিল সেই পরিকল্পনা বাস্তবায়িত করবে। আমরা দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যত আনতে পারি। সেই কারণেই প্রধানমন্ত্রী মোদী আপকে শেষ করতে চান। ভয়ানক লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মোদীজি। তবে এই নির্বাচনে ইন্ডিয়া মঞ্চ জিতবে। আমার মতে বিজেপি ২২০-২৩০ আসন পাবে। ইন্ডিয়া মঞ্চের সরকার গঠিত হবে যার একটি অংশ হবে আপ।
পাশপাশি কেজরিওয়াল বলেন, বিজেপি আমাকে জেলে পাঠিয়েছে আর মোদীজি বলছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। এদিকে বিজেপি সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের দলে নিয়েছে। ইন্ডিয়া মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মুখ কে হবেন তা নিয়ে একাধিকবার প্রশ্ন করেছেন মোদী। এবার আমি প্রশ্ন করতে চাই, বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? অমিত শাহ? মোদীর গ্যারান্টি কি তিনিই পূরণ করবেন? কারণ সেপ্টেম্বর মাসে মোদীজির ৭৫ বছর হবে। আর মোদীজিই বলেছিলেন ৭৫ বছর বয়স হয়ে গেলে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন