আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধি ইন্ডিয়া জোটের ভবিষ্যত নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছে। এবার জোট থেকে বেরিয়ে একা লড়াইয়ের ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁর মতে ইন্ডিয়া মঞ্চে যদি তাঁদের গুরুত্ব না দেওয়া হয় তাহলে রাজ্যে ৪২টা আসনেই প্রার্থী দেবে তৃণমূল।
লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য জেলা ভিত্তিক বৈঠক করছেন মমতা ব্যানার্জি। শুক্রবার কালীঘাটে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠক করেন তিনি। দলের এক বর্ষীয়ান নেতা জানান, ওই বৈঠকেই ৪২ আসনে লড়ার কথা বলেছেন মমতা ব্যানার্জি।
বৈঠকটি মূলত সাংগঠনিক শক্তি নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছিল। কারণ মুর্শিদাবাদ প্রথম থেকেই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
বৈঠকে নাম না নিয়ে অধীর চৌধুরী সম্পর্কেও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। বহরমপুর লোকসভা কেন্দ্রের ৫ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তারপরেও ২০২৪ লোকসভা নির্বাচনে অধীরকে কোনো ফ্যাক্টর হিসেবে দেখতে নারাজ মমতা ব্যানার্জি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কিছু দিন আগেই তৃণমূল নেত্রীকে ২০২৪ লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে লড়ার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অধীর চৌধুরী। যার পাল্টা এবার দিলেন মমতা ব্যানার্জি।
তৃণমূলের ওই বর্ষীয়ান নেতা আরও জানান, জেলা নেতৃত্বকে মুর্শিদাবাদের তিন লোকসভা আসনের জন্য ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি বলেন, ইন্ডিয়া মঞ্চে তৃণমূল অন্যতম শক্তিশালী বিরোধী দল। তাই তৃণমূলকে যদি কোনো গুরুত্ব না দেওয়া হয় তাহলে ২০২৪ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনেই তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশের পাশাপাশি জেলার গোষ্ঠী কোন্দলও মিটিয়ে নিতে বলেন মমতা ব্যানার্জি। কারণ গত কয়েকমাস ধরে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে একাধিকবার খবরের শিরোনামে এসেছেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতৃত্ব। যাঁরা দলের অন্দরে থেকে এই ধরণের কাজ করছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দলনেত্রী। উন্নয়নের ওপর বেশি জোর দিতে বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন