১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। এই ভোটে নতুন নজির তৈরি হয়েছে দেশজুড়ে হিসাব বহির্ভূত নগদ টাকা, মদ, মাদক, মূল্যবান ধাতু ও উপহার সামগ্রি উদ্ধারের নিরিখে। পরিসংখ্যান দিয়ে এমনই জানাল নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিসাব বহির্ভূত নগদ টাকা ও অন্যান্য জিনিস উদ্ধারের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেই পরিসংখ্যান অনুযায়ী, গত ১ মার্চ থেকে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে উদ্ধার হয়েছে মোট ৪,৬৫০ কোটি টাকার সামগ্রী। যা ২০১৯ সালের ভোটের থেকে বেশি। সেবছর উদ্ধার হওয়া নগদ ও অন্যান্য সামগ্রী উদ্ধারের অঙ্ক ছিল ৩,৪৭৫ কোটি।
এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, গত দেড় মাস ধরে প্রতিদিন দেশজুড়ে গড়ে প্রায় ১০০ কোটি টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। ইডি, সিবিআই, আয়কর দপ্তর, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ সম্মিলিত ভাবে এই নগদ টাকা, মদ, মাদক, মূল্যবান ধাতু এবং উপহার সামগ্রী উদ্ধার করেছে।
পশ্চিমবঙ্গ রয়েছে এই তালিকার অষ্টম স্থানে। ১ মার্চ থেকে এরাজ্যে উদ্ধার হয়েছে আনুমানিক ২১৯ কোটি টাকার সামগ্রী। এই তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান। সে রাজ্য থেকে উদ্ধারের অঙ্ক ৭৭৮ কোটি। এ ছাড়া গুজরাতে ৬০৫ কোটি, তামিলনাড়ুতে ৪৬০ কোটি, মহারাষ্ট্রে ৪৩১ কোটি, পঞ্জাবে ৩১১ কোটি, কর্ণাটকে ২৮১ কোটি, দিল্লিতে ২৩৬ কোটির নগদ ও অন্যান্য হিসাব-বহির্ভূত সামগ্রী উদ্ধার হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন