Lok Sabha Polls 24: বুথ ভিত্তিক ভোটের হারে অসঙ্গতি! কমিশনকে এক সপ্তাহ সময় দিল শীর্ষ আদালত

People's Reporter: নির্বাচনের প্রথম দু’দফায় কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্যের সঙ্গে প্রাথমিক তথ্যের অসঙ্গতি দেখা যায়। এরপরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টফাইল ছবি সংগৃহীত
Published on

ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে বুথ ভিত্তিক ভোটের হার জানাতে হবে কমিশনকে। এমনই আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অ্যাসোসিয়েশন ফোর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। সেই আবেদনে কমিশনকে আগামী ২৪ মে'র মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ছিল মামলার শুনানি। শুনানি চলাকালীন কমিশনকে বিচারপতির প্রশ্ন, বুথভিত্তিক ভোটের হার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে কী সমস্যা থাকতে পারে?

কমিশনের আইনজীবী অমিত শর্মার জানান, এই প্রক্রিয়ায় অনেকটাই সময় লাগে। তখন কমিশনের আইনজীবীর কাছে বেঞ্চ প্রশ্ন করেন, সন্ধ্যার মধ্যেই তো পোলিং অফিসাররা সমস্ত তথ্য অ্যাপে জমা করে দেন। সেক্ষেত্রে রিটানিং অফিসারের কাছে সমস্ত তথ্য রাতের মধ্যেই চলে আসে।

এর সঠিক জবাব দেওয়ার জন্য আদালতের কাছে কিছুটা সময় চান কমিশনের আইনজীবী।

কমিশনের এই প্রস্তাব যুক্তিযুক্ত বলেই মনে করেছে শীর্ষ আদালত। এরপরেই কমিশনকে আগামী ২৪ মের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের প্রথম দু’দফায় কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্যের সঙ্গে প্রাথমিক তথ্যের অসঙ্গতি দেখা যায়। এরপরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। আবেদনে বলা হয়, প্রথম দু দফায় ভোটের প্রাথমিক তথ্যের সঙ্গে প্রায় এক সপ্তাহ পরে প্রকাশ করা চূড়ান্ত তথ্যের বিস্তর পার্থক্য রয়েছে। প্রায় ৬ শতাংশ বেড়েছে ভোটদানের হার। পাশাপাশি, ভোট গ্রহণের সমস্ত তথ্য প্রকাশ করতেও বিলম্ব হয়েছে।

সুপ্রিম কোর্ট
Lok Sabha Polls 24: অষ্টাদশ লোকসভা নির্বাচন - পঞ্চম দফায় ৮ রাজ্যের ৪৯ আসনে ভোটগ্রহণ
সুপ্রিম কোর্ট
Avijit Gangopadhyay: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্য! অভিজিৎ গাঙ্গুলিকে শোকজ কমিশনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in