I-N-D-I-A: এবার বিজেপি সভাপতির মুখে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী করার দাবি

People's Reporter: গতকাল পাটনায় বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী বলেন, বিরোধী ইন্ডিয়া মঞ্চের উচিত নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করা।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও বিহার বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও বিহার বিজেপি সভাপতি সম্রাট চৌধুরীফাইল ছবি, আইএএনএস এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

এতদিন জেডি(ইউ) শিবির থেকে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরার দাবি জানানো হচ্ছিল। একাধিক জেডি(ইউ) নেতা দাবি করেছিলেন নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরে আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। এবার একই দাবি উঠলো বিহারের বিজেপি শিবির থেকেও। বিহার বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী শুক্রবার নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরার দাবি জানিয়েছেন। যা নিয়ে বেশ বিস্মিত বিরোধী রাজনৈতিক মহল।

গতকাল পাটনায় বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী বলেন, বিরোধী ইন্ডিয়া মঞ্চের উচিত নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করা।

তিনি বলেন, মানুষ তাঁকে ইন্ডিয়া মঞ্চের আহ্বায়ক করার কথা বলছেন। কিন্তু আমি মনে করি ইন্ডিয়া মঞ্চের উচিত নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করা।

রাজনৈতিক মহলের মতে, যদিও নীতিশ কুমার বারবার বলেছেন তাঁর কোনও পদের দরকার নেই তবুও ইন্ডিয়া মঞ্চের চতুর্থ বৈঠকে বিরোধী মঞ্চের আহ্বায়ক হিসেবে তাঁর নাম প্রস্তাব না করায় লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের ওপর ক্ষুব্ধ নীতিশ কুমার।

ইন্ডিয়া মঞ্চের চতুর্থ বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া মঞ্চের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন।   

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও বিহার বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী
I-N-D-I-A: আহ্বায়ক পদ যথেষ্ট নয়, নীতিশ কুমারকে 'ইন্ডিয়া'র প্রধানমন্ত্রী মুখ করা হোক - মদন সাহানি
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও বিহার বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী
NDA vs I-N-D-I-A: ফের শিবির বদলাবেন নীতিশ কুমার? আশাবাদী বিজেপি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in