বিহারে ‘এনডিএ’ জোটের আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েন অব্যাহত। এই সুযোগকে কাজে লাগাতে চাইছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট! বিজেপির ভূমিকায় ‘অসন্তুষ্ট’ লোক জনশক্তি পার্টি (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ানকে জোটে টানতে উদ্যোগ নিচ্ছে ‘ইন্ডিয়া’। একাধিক মিডিয়া সূত্র মারফত একথা জানা যাচ্ছে।
জানা গেছে, এনডিএ জোট চিরাগ পাসওয়ানকে মাত্র ৬ টি আসন দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে কয়েকটি আসন যাবে চিরাগ পাসওয়ানের কাকা পশুপতি পারসে গোষ্ঠীর দখলে। বিজেপির এই প্রস্তাবে সন্তুষ্ট নন চিরাগ, যিনি লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রামবিলাস পাসওয়ানের ছেলে। এই আবহে চিরাগকে আটটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে ‘ইন্ডিয়া’। এর উপর উত্তরপ্রদেশেও দুটি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১০টি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে চিরাগকে ‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে। সূত্রের খবর, চিরাগের কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে ‘ইন্ডিয়া’।
গত লোকসভা নির্বাচনে লোক জনশক্তি পার্টি ৬টি আসনে লড়েছিল এবং সবগুলিতেই জিতেছিল। তখনও চিরাগ এবং কাকা পশুপতি পারসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়নি। ২০২০ সালে দলের প্রধান ও প্রবীণ নেতা রাম বিলাস পাসোয়ানের মৃত্যুর পর লোক জনশক্তি পার্টি আড়াআড়ি বিভক্ত হয়ে পড়ে। ওই বছরই বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ ছাড়েন চিরাগ। কিন্তু লোক জনশক্তি পার্টি (পশুপতি) এনডিএ-তে থেকে যায়। সম্প্রতি চিরাগ এনডিএ-তে ফিরলেও কাকার সাথে তাঁর সম্পর্ক ঠিক হয়নি। এর উপর আসন ভাগাভাগির ক্ষেত্রেও আগের তুলনায় কম আসন পাচ্ছেন তিনি।
এই সুযোগকে কাজে লাগাতে চাইছে বিরোধী ইন্ডিয়া মঞ্চ। এনডিএ-র থেকে বেশি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে চিরাগকে। সূত্র মারফত জানা যাচ্ছে, দলিত, মহাদলিত ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে চিরাগকে দলে টানতে চাইছে ইন্ডিয়া। কারণ এই ভোট ব্যাঙ্কের উপর এলজেপি-র প্রভাব রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন