INDIA: একাধিক রাজ্যে ‘ইন্ডিয়া’ জোটের আসন ভাগাভাগি বেশ কঠিন হতে পারে

People's Reporter: সমস্ত সমীকরণ মিলিয়ে এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে, গোটা দেশে কংগ্রেস একাই ১০০টি আসনে বিজেপির বিরুদ্ধে সরাসরি যাবে।
বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবির
বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবির
Published on

ক্রমশ এগিয়ে আসছে ২০২৪ লোকসভা নির্বাচন। সামনেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন থাকলেও, পাখির চোখ ‘সাধারণ নির্বাচন’ও হাতে গোনা কয়েকটা মাস পরেই। কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় - আসন ভাগাভাগি ঘোষণা করেনি বিজেপি বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’। তবে ‘ইন্ডিয়া’ সূত্রে খবর, আসন-ভাগাভাগি মোটামুটি নিশ্চিত। শুধু কয়েকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেপ্টেম্বরের শেষেই আসন-ভাগাভাগির মোটামুটি খসড়া প্রকাশ করা হতে পারে।

খাতায়-কলমে কংগ্রেসই গোটা দেশে প্রতিদ্বন্দ্বিতার নিরিখে বিজেপির সবচেয়ে বড় বিরোধী। তাই মঞ্চের বাকি ২৭টি দলের সঙ্গে কোন সমীকরণে কংগ্রেসের সমঝোতা হয়, সেটাই দেখার। INDIA সূত্রে খবর, দেশ জুড়ে লোকসভার আসনগুলিতে বিজেপির বিরুদ্ধে গোটা ‘ইন্ডিয়া’ শিবির থেকে ‘একের বিরুদ্ধে এক’ সমীকরণে প্রার্থী দাঁড় করানোর ভাবনাচিন্তা করা হচ্ছে। আর বাকি দলগুলি নির্বাচনী প্রচার থেকে শুরু করে যাবতীয় বিজেপি বিরোধী ইস্যুতে প্রার্থী-দলকে সমর্থন জানাবে। উদ্দেশ্য সহজ, বিভাজন মুছে দাও, পুরো বিরোধী ভোটকে এক ছাতার তলায় নিয়ে আসো।

সূত্রে খবর, সমস্ত সমীকরণ মিলিয়ে এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে, গোটা দেশে কংগ্রেস একাই ১০০টি আসনে বিজেপির বিরুদ্ধে সরাসরি যাবে। বাকি দলগুলি তাকে সমর্থন দেবে। মহারাষ্ট্রের মতো রাজ্যে, যেখানে কংগ্রেস, এনসিপি ও শিবসেনার উদ্ধব-গোষ্ঠী ইতিমধ্যেই জোটে রয়েছে, সেখানে কংগ্রেসের আসন-সমঝোতা সহজ হবে। এছাড়াও জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং বিহার - এই রাজ্যগুলিতেও কংগ্রেসের সাথে জোট হয়েই রয়েছে। 

মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, ছত্তীসগঢ় এবং হিমাচল প্রদেশ - এই রাজ্যগুলিতে এই মুহূর্তে ক্ষমতায় কংগ্রেস। ফলে কংগ্রেসকে সামনে রেখেই বিরোধী জোট লড়বে।

কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে মোটেও ‘মধুর’ সম্পর্ক নেই কংগ্রেসের। বাংলায় ‘ইন্ডিয়া’-এর অন্য শরীক সিপিআইএমের সঙ্গে সমঝোতায় থাকলেও তৃণমূলের বিরোধিতায় কোনো কসুর রাখে না কংগ্রেস। কেরলেও কংগ্রেস এবং সিপিআইএম যুযুধান সম্পর্ক। পঞ্জাব, দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশেও কংগ্রেসের সাথে বাকি বিজেপি বিরোধী দলগুলির সুসম্পর্ক নয়। তাই বাংলার মতো কয়েকটি রাজ্যে আসন সমঝোতা বেশ কঠিন হতে পারে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ‘ইন্ডিয়া’ মঞ্চের সূত্র জানিয়েছে, মহারাষ্ট্রে ৪৮টি আসনে সমঝোতা সবচেয়ে সহজ হতে চলেছে। সেখানে সমানভাবে ১৬টি করে আসনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেবে কংগ্রেস, এনসিপি ও উদ্ধব গোষ্ঠীর শিবসেনা। আপের সঙ্গে পাঞ্জাবের ১৩টি ও দিল্লির সাতটি আসন ভাগ করে নেবে কং। তবে পশ্চিমবঙ্গ নিয়ে বড় চিন্তা থাকছেই। সূত্র জানিয়েছে, বাংলায় তৃণমূল দু’টির বেশি আসন কোনও ভাবেই ছাড়বে না কংগ্রেসকে। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্পেন সফরে রয়েছেন। তিনি ফিরে আসার পরেই পশ্চিমবঙ্গের আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবির
ধর্মীয় অনুভূতিতে আঘাত - রামদেবের বিরুদ্ধে FIR দায়ের, ৫ অক্টোবর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবির
ED: সরতে হলো সঞ্জয় কুমার মিশ্রকে, ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা পদে এলেন রাহুল নবীন, কী তাঁর পরিচয়?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in