আমাদের ছাত্ররা পিজোসিনে আটকে রয়েছে। অন্যদিকে বারাণসীতে রোড শো চলছে। পিজোসিনে কোনো শো নেই। দুঃখজনক হলেও সত্যি। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন কংগ্রেস নেতা কপিল সিবাল। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য গতকালই বারাণসীতে বিজেপির পক্ষে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কংগ্রেসের বক্তব্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন হাজার হাজার ভারতীয় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে তখন নিজের নির্বাচনী এলাকা বারাণসীতে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো খুবই দৃষ্টিকটু।
অন্যদিকে, 'অপারেশন গঙ্গা'-এর অধীন ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়টি পর্যালোচনা করতে শুক্রবার পঞ্চম উচ্চ-পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মোদি।
বৈঠক চলাকালীন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা মোদীকে এই মিশনের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং তাঁকে জানান যে কিয়েভের ভারতীয় দূতাবাসের প্রাথমিক পরামর্শের পর থেকে ১৮ হাজার জনের বেশি ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে৷
গতকালের বৈঠকে প্রধানমন্ত্রীকে ভারতীয়দের অবস্থা সম্পর্কেও অবহিত করা হয়। জানানো হয়েছে যে, বেশিরভাগ ভারতীয়ই রাশিয়ান সীমান্তের কাছে ওডেসা এবং সুমি এলাকায় আটকে রয়েছে এবং তাদের নিরাপদ সরিয়ে নেওয়ার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা চলছে। সুমি রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত এবং সেখানে মুখোমুখি যুদ্ধ চলছে। অপারেশান গঙ্গার অগ্রগতি নিয়ে আলোচনা করতে মোদি রবিবার সন্ধ্যা থেকে প্রায় প্রতিদিনই বৈঠকে সভাপতিত্ব করছেন।
চার কেন্দ্রীয় মন্ত্রী 'অপারেশন গঙ্গা' তদারকি করতে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে যাওয়ার পরেই ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলেও সভায় জানানো হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন