ভিভিপ্যাটের ব্যবহার প্রসঙ্গে মুখ্য নির্বাচনী কমিশনারের সঙ্গে দেখা করার সময় চাইলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে গত ৩০ ডিসেম্বর লেখা এক চিঠিতে ভিভিপ্যাট-এর প্রসঙ্গে আলোচনার সময় চেয়ে চিঠি লেখেন প্রবীণ কংগ্রেস নেতা ও সাংসদ জয়রাম রমেশ।
এই প্রসঙ্গে জয়রাম রমেশ বলেন, আমরা মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আলোচনা করতে চাইছি। কিন্তু এখনও পর্যন্ত আমরা আলোচনার সময় পাইনি।
তিনি আরও বলেন, আমি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে জানিয়েছি যে ইন্ডিয়া মঞ্চের তিন চার জন সদস্য আপনার সঙ্গে দেখা করতে চাই এবং ভিভিপ্যাটের বিষয়ে আমাদের মতামত জানাতে চাই।
৩০ ডিসেম্বর লেখা চিঠিতে কংগ্রেস নেতা জানান, এর আগে গত বছরের ৯ আগস্ট মুখ্য নির্বাচন কমিশনারকে ইভিএম সংক্রান্ত বিষয়ে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এক স্মারকলিপি দেওয়া হয়। এরপর ১০, ১৬, ১৮ এবং ২৩ আগস্ট একই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনার সময় চাওয়া হয়। যদিও ২৩ তারিখ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক নোটিশ জারি করে জানানো হয় এই বিষয়ে কিছু প্রশ্ন থাকলে কমিশনের ওয়েবসাইট থেকে দেখে নিতে। যদিও আলোচনার জন্য বারবার সময় চাওয়া হলেও সেই সময় দেওয়া হয়নি ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বকে।
জয়রাম রমেশের এই চিঠি প্রকাশ্যে আসার কয়েকদিন আগেই বিরোধী ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে ইভিএম-এর কার্যকারিতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা হয় এবং VVPAT স্লিপগুলি ভোটারদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এছাড়াও একাধিক বিরোধী দলের নেতৃত্ব ইভিএম ইস্যুতে সরব হন। বিশেষ করে সাম্প্রতিক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরে অনুভব করেছিলেন যে সমগ্র বিরোধী জোটের উচিত জনগণের সামনে বিষয়টি ঐক্যবদ্ধভাবে উত্থাপন করা।
নির্বাচন কমিশনের মতে, প্রতিটি বিধানসভা কেন্দ্র বা প্রতিটি বিধানসভা বিভাগের পাঁচটি এলোমেলোভাবে নির্বাচিত ভোটকেন্দ্রের প্রিন্ট করা ভোটার-ভেরিফাইড পেপার অডিট ট্রেইল (VVPAT) স্লিপের বাধ্যতামূলকভাবে ফলাফল ঘোষণার আগে পরীক্ষা করে দেখা হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন