জনতা দল (সেক্যুলার) সুপ্রিমো তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়া স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপির সঙ্গে কোনওরকম জোটের মধ্যে নেই তাঁর দল।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের শাসক ও বিরোধী দল জোটের ঘুঁটি সাজাচ্ছে। একদিকে যেমন বিজেপি বিরোধী মোট ২৬টি দল পরস্পরের হাত ধরেছে, তৈরি করেছে বিরোধী মহাজোট ‘I-N-D-I-A’; অন্যদিকে তেমনই বহুদিন পর এনডিএ জোটের ফলায় শান দিচ্ছে গেরুয়া শিবির। কয়েকদিন আগেই দেবগৌড়া-পুত্র তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি কুমারস্বামী ও বিজেপি নেতৃত্ব একসুরে কিছু বিষয় নিয়ে নিন্দা করলে দুই দলের জোট সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়। বৃহস্পতিবার সেই সব জল্পনার অবসান ঘটালেন স্বয়ং দেবগৌড়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে বর্ষীয়ান নেতা দেবগৌড়া জানান, “চান্নাপাটনায় কুমারস্বামী রাজনৈতিক নেতাদের স্বাগত জানাতে IAS অফিসারদের ডেপুটেশন নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। পরে সে এই বিষয়ে টুইটও করে। বিজেপিও এই একই বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে বিজেপি আর জেডিএস একসঙ্গে রয়েছে। এরকম সময় ওইধরণের গল্প তৈরি করবেন না। বিজেপির সাংসদ সংখ্যা অনেক বেশি এবং সেটিকে অগ্রাহ্য করা যায় না। কুমারস্বামীর টুইটের পর থেকে ওই একই বিষয় নিয়ে বিজেপিও প্রতিবাদ শুরু করেছে। কিন্তু এর জন্য ওর (কুমারস্বামী) সঙ্গে বিজেপির কোনও যোগসূত্র খুঁজবেন না।”
প্রসঙ্গত, মে মাসের কর্ণাটক বিধানসভায় হারের পর এখনও পর্যন্ত সে রাজ্যে বিরোধী দলনেতা ও রাজ্য সভাপতি নিযুক্ত করেনি বিজেপি। সূত্রের খবর, কর্ণাটকে জেডিএস-এর সঙ্গে জোট বাঁধতে ইচ্ছুক বিজেপি। তবে কুমারস্বামীর হাতে সব ক্ষমতা তুলে দিতে নারাজ পদ্ম শিবির। কিন্তু সেই সব সম্ভাবনায় বৃহস্পতিবার জল ঢেলে দিলেন দেবগৌড়া।
প্রসঙ্গত, এর আগে কর্ণাটকে কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সরকার গড়েছে জেডিএস। যদিও কিছুদিনের মধ্যেই পড়ে যায় সেই সরকার। তারপর জেডিএস-কংগ্রেস সম্পর্কে চিড় ধরে। এবার বিজেপির সাথে জোট গঠনে সরাসরি না জানালেন জেডিএস প্রধান। তাহলে কি তারপর থেকেই জেডিএস-বিজেপির জোটের জল্পনায় মুখর হয়ে উঠেছে দেশের রাজনৈতিক মহল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন