হেমন্ত সোরেন এবং চম্পাই সোরেন
হেমন্ত সোরেন এবং চম্পাই সোরেন

Jharkhand Poll Results LIVE: ঝাড়খণ্ডে সরকার গঠন নিশ্চিত ইন্ডিয়ার, সোরেনকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

People's Reporter: ঝাড়খণ্ডে মোট আসন ৮১। জেতার জন্য প্রয়োজন ৪১টি আসন। একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে এবারে ঝাড়খণ্ডে সরকার বদল হতে চলেছে। ইন্ডিয়া-কে সরিয়ে সরকার গড়বে এনডিএ।

হেমন্ত সোরেনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী  

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮১ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫৭টিতেই এগিয়ে বা জয়ী হয়েছে ইন্ডিয়া জোট। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৩টি আসনে

ঝাড়খণ্ডে হার আমার কাছে গভীর বেদনাদায়ক: হিমন্ত বিশ্বশর্মা

আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সহ-ইনচার্জ হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে লেখেন, "ঝাড়খণ্ডে পরাজয় ব্যক্তিগতভাবে আমার জন্য গভীর বেদনাদায়ক, যদিও আমরা আসামে পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনেই জয় পেয়েছি। আমি ঝাড়খণ্ডে আমাদের কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টা দেখেছি, তাঁরা এই নির্বাচনে তাঁদের সর্বস্ব দিয়েছেন। তবে, আমাদের অবশ্যই নম্রভাবে জনগণের রায় মেনে নিতে হবে, কারণ এটাই গণতন্ত্রের আসল মর্ম।"

'How's the Josh?' - সরকার গঠন নিশ্চিত হতেই পোস্ট জেএমএম-এর

ব্যবধান বাড়ালেন হেমন্ত সোরেন

শেষ পাওয়া খবর অনুযায়ী বারহাইত কেন্দ্রে ১৪,০০০-এর বেশী ব্যবধানে এগিয়ে রয়েছেন জেএমএম প্রধান তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ২০ রাউন্ডের মধ্যে সাত রাউন্ড গণনা শেষ হওয়ার পরে সোরেন৩২,০০০ এর বেশি ভোট পেয়েছেন। এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী গামলিয়েল হেমব্রম।

আরও পিছিয়ে গেলেন সীতা সোরেন

জামতাড়া আসনে ৩৩ হাজারেরও বেশী ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সীতা সোরেন, যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বৌদি। সীতা সোরেন চলতি বছর লোকসভা নির্বাচনের আগে জেএমএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ১১ রাউন্ড গণনার শেষে এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইরফান আনসারি ৬৪,০০০-এর বেশী ভোট পেয়েছেন।

ঝাড়খণ্ডে সরকার গঠন নিশ্চিত করলো ইন্ডিয়া জোট

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ৮১ আসনের মধ্যে এই মুহূর্তে সব আসনেরই ফলাফলের গতিপ্রকৃতি জানা গেছে। এখনও পর্যন্ত ২৬ আসনে এগিয়ে আছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা। ১৫ আসনে এগিয়ে আছে কংগ্রেস। সিপিআইএমএল এগিয়ে আছে ২ আসনে এবং আরজেডি এগিয়ে ৪ আসনে।

অন্যান্যদের মধ্যে বিজেপি এগিয়ে ৩০ আসনে, আজসু ১ আসনে, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) এগিয়ে ১ আসনে। এছাড়াও জেডিইউ ১ আসনে এবং নির্দলরা ১ আসনে।

৮০০০ ভোটে এগিয়ে হেমন্ত সোরেন

সকাল ১১.৩৮-র আপডেট অনুযায়ী, বারহাইত বিধানসভা কেন্দ্রে ৮,০০০ ভোটে এগিয়ে জেএমএম প্রধান তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এখনও পর্যন্ত মোট ১৫,১৮৯ ভোট পেয়েছেন। এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী গামলিয়েল হেমব্রম পেয়েছেন ৬,৯৮৭ ভোট।

জামশেদপুর পশ্চিমে এগিয়ে জেডিইউ

জামশেদপুর পশ্চিমে এগিয়ে এনডিএ প্রার্থী জেডিইউ-এর সরজু রায়। চার দফা গণনা শেষে ১৬,০০০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

অনেক পিছিয়ে বিজেপির সীতা সোরেন 

জামতাড়া আসনে অনেক পিছিয়ে বিজেপি প্রার্থী সীতা সোরেন, যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বৌদি। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ইরফান আনসারি ১৩,০০০ ভোটে এগিয়ে আছেন।

উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার স্ত্রী মীরা

পটকা আসনে ১৭,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডার স্ত্রী তথা বিজেপি প্রার্থী মীরা মুন্ডা। তাঁর বিরুদ্ধে জেএমএম প্রার্থী সঞ্জীব সর্দার। ২০১৯ সালে সঞ্জীব সর্দার এই কেন্দ্রে ৪৩,১১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

পিছিয়ে গেলেন কল্পনা সোরেন, এগোলেন চম্পাই সোরেন

গাঁদেয় আসনে পিছিয়ে গেলেন জেএমএম প্রার্থী তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। ৩১২৮ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি।

অন্যদিকে সরাইকেলা আসনে এগোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী চম্পাই সোরেন। শেষ পাওয়া খবর অনুযায়ী ৮৫০০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

ঝাড়খন্ডে অনেকটাই এগিয়ে ইন্ডিয়া জোট

ঝাড়খন্ডে অনেকটাই এগিয়ে গেল ইন্ডিয়া জোট। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের ৮১ আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে আছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা। অন্যদিকে ২৯ আসনে এগিয়ে এনডিএ প্রার্থীরা। অন্যান্যরা এগিয়ে ২ টি আসনে।

ঘাটশিলা থেকে পিছিয়ে চম্পাই সোরেনের ছেলে

প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলে এবং ঘাটশিলা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুলাল সোরেন ৩০০০ ভোটে পিছিয়ে।

পিছিয়ে গেলেন চম্পাই সোরেন

সকাল ১০.২৬-এর আপডেট অনুযায়ী, সরাইকেলা আসনে পিছিয়ে গেলেন প্রাক্তন জেএমএম নেতা তথা বিজেপি প্রার্থী চম্পাই সোরেন। জেএমএমের গণেশ মাহালি ২০০০ ভোটের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন এই কেন্দ্রে। গণনার প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে ছিলেন চম্পাই, যিনি ভোটের মুখে জেএমএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

বারহাইত কেন্দ্রে ২,৮১২ ভোটে এগিয়ে হেমন্ত সোরেন

সকাল ১০.১৪-র আপডেট অনুযায়ী, বারহাইত বিধানসভা কেন্দ্রে ২,৮১২ ভোটে এগিয়ে জেএমএম প্রধান তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী গামলিয়েল হেমব্রম।

গাঁডেয় আসনে এগিয়ে কল্পনা সোরেন

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন গাঁদেয় আসনে এগিয়ে রয়েছেন। তিনি এই কেন্দ্রের বর্তমান বিধায়ক।

হাড্ডাহাড্ডি লড়াই এনডিএ এবং ইন্ডিয়া-র মধ্যে

চলছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের গণনা। ম্যাজিক ফিগার (৪১) ছাড়িয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সকাল ১০ টার আপডেট অনুযায়ী, ৪৬টি আসনে এগিয়ে এনডিএ জোট। ৩২ টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। মোট আসন ৮১।

হেমন্ত সোরেন এবং চম্পাই সোরেন
Maharashtra Poll Results Live: উন্নয়ন, সুশাসনের জয় নিশ্চিত: বিপুল জয়ের পর ভোটারদের ধন্যবাদ মোদির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in