Jharkhand Polls 24: ঝাড়খন্ডে ইন্ডিয়া মঞ্চে আসন ভাগাভাগি নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে

People's Reporter: আসন সমঝোতা নিয়ে আরজেডি, কংগ্রেস, জেএমএম, সিপিআইএমএল-এর মধ্যে চাপানউতোর এখনও চলছে। ৮১ আসন বিশিষ্ট বিধানসভায় দুই পর্বে ভোটগ্রহণ হবে ১৩ এবং ২০ নভেম্বর এবং ফলাফল ঘোষিত হবে ২৩ নভেম্বর।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স আকাশ
Published on

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই আসন ভাগাভাগি নিয়ে জটিলতা বাড়ছে ইন্ডিয়া শিবিরে। আসন সমঝোতা নিয়ে আরজেডি, কংগ্রেস, জেএমএম, সিপিআইএমএল-এর মধ্যে চাপানউতোর এখনও চলছে। ৮১ আসন বিশিষ্ট এই বিধানসভায় দুই পর্বে ভোটগ্রহণ হবে ১৩ এবং ২০ নভেম্বর এবং ফলাফল ঘোষিত হবে ২৩ নভেম্বর।

রাজ্যের একাধিক আসনে এখনও পর্যন্ত ইন্ডিয়া মঞ্চের একাধিক শরিক দল পরস্পরের বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েছে। বিশ্রামপুর কেন্দ্রে আরজেডি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েছে কংগ্রেস। অন্যদিকে ছাতারপুর আসনে শুক্রবার মনোনয়ন জমা দিয়েছে আরজেডি। এই আসন নিয়ে তাদের বিবাদ চলছে সিপিআইএমএল-এর।

রাজধানওয়ার কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছে জেএমএম এবং সিপিআইএমএল। এই কেন্দ্র থেকে কোনও দলই তাদের প্রার্থী প্রত্যাহার করতে রাজি নয়। অতি দ্রুত বিবাদ মিটিয়ে ফেলতে দফায় দফায় বৈঠক হলেও এখনও চূড়ান্ত রফাসূত্র মেলেনি।

ইতিমধ্যেই সিপিআইএমএল নেতৃত্বের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে সাত কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। যে তালিকা অনুসারে বিশ্রামপুর কেন্দ্রে আরজেডি প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে সুধীর কুমার কুশওয়াহাকে। এর পাল্টা হিসেবে শুক্রবার ছাতারপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিজয় রামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আরজেডি।

এছাড়াও হুসেনাবাদ কেন্দ্র থেকে কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রার্থী ঘোষণা না করা হলেও কংগ্রেস নেতা এম তৌসিফ এই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন। সমঝোতা সূত্র অনুসারে এই কেন্দ্র থেকে আরজেডি-র প্রতিদ্বন্দ্বিতা করার কথা। রাজ্য আরজেডি সভাপতি সঞ্জয় সিং যাদব এই কেন্দ্রের ঘোষিত জোট প্রার্থী। একইভাবে পালামৌ কেন্দ্রেও যুযুধান কংগ্রেস ও আরজেডি।

বারহি-র কংগ্রেস বিধায়ক উমাশঙ্কর আকেলাকে কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন না দেওয়ায় তিনি সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন। কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে অরুণ সাহুকে। বর্তমান বিধায়ক উমাশঙ্কর আকোলা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, রাজ্য কংগ্রেস নেতৃত্ব বিধানসভা নির্বাচনে টিকিট বিক্রি করছেন।

বিশ্রামপুর কেন্দ্রেও মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা বিট্টু সিং। এই কেন্দ্র থেকে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এই কেন্দ্র থেকে কংগ্রেস মনোনয়ন দিয়েছে সুধীর কুমার কুশওয়াহাকে।

ছবি প্রতীকী
Jharkhand Polls 24: BJP প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার - ওড়িশার রাজ্যপালের অপসারণ দাবি বিরোধীদের
ছবি প্রতীকী
Jharkhand Polls 24: ইন্ডিয়া মঞ্চে আসন সমঝোতা নিয়ে অসন্তোষ চরমে, ঝাড়খন্ডে জোটে জট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in