Jharkhand Polls 24: ঝাড়খণ্ডে ফের জেএমএম শিবিরে ভাঙন, হেমন্ত সোরেনের প্রস্তাবকের বিজেপিতে যোগ

People's Reporter: জেএমএম ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মণ্ডল মুরমু ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু-কানহু-র বংশধর হিসেবে ঝাড়খন্ডের রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী।
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনোনয়ন পত্রের প্রস্তাবক মণ্ডল মুরমু বিজেপিতে যোগ দিলেন
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনোনয়ন পত্রের প্রস্তাবক মণ্ডল মুরমু বিজেপিতে যোগ দিলেন ছবি হিমন্ত বিশ্ব শর্মার এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

ঝাড়খন্ডে ভোটের মুখে ফের ঝাড়খন্ড মুক্তি মোর্চা শিবিরে ভাঙন ধরালো বিজেপি। যে ভাঙন যথেষ্ট গুরুতর বলেই মনে করছে রাজনৈতিক মহল। বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনোনয়ন পত্রে প্রস্তাবক হিসেবে সই করা মন্ডল মুরমু রবিবার বিজেপিতে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত এই সৈনিকের আচমকা দলবদলে বিস্মিত রাজনৈতিক মহল। এর আগে হেমন্ত সোরেন ঘনিষ্ঠ চম্পাই সোরেনও জেএমএম ছেড়ে বিজেপিতে যোগ দেন।

জেএমএম ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মণ্ডল মুরমু ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু-কানহু-র বংশধর হিসেবে ঝাড়খন্ডের রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী। তিনি বর্তমান নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছিলেন।

গতকাল রবিবার দেওঘরে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন মণ্ডল মুরমু। তিনি বিজেপিতে যোগ দেবার পর এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) বিজেপি নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, আজ সিধু-কানহু-র বংশধর এবং শ্রী হেমন্ত সোরেনের প্রস্তাবক শ্রী মণ্ডল মুরমু বিজেপি পরিবারের সদস্য হলেন। ঝাড়খন্ডের বর্তমান সরকারের ভ্রান্ত নীতির কারণে আদিবাসী সমাজের সংস্কৃতি সংকটে। সেই কারণে এই সমাজের সবাই আজ বিজেপির সঙ্গে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, রাজ্যের সাহেবগঞ্জ জেলার বারহাইত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গামলিয়েন হেমব্রম। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে হেমন্ত সোরেন বিজেপি প্রার্থীকে ২৫,৭৪০ ভোটে পরাস্ত করেছিলেন।

৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় দু’দফায় ভোটগ্রহণ হবে আগামী ১৩ এবং ২০ নভেম্বর। ভোটের ফলাফল প্রকাশিত হবে আগামী ২৩ নভেম্বর।  

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনোনয়ন পত্রের প্রস্তাবক মণ্ডল মুরমু বিজেপিতে যোগ দিলেন
Jharkhand Polls 24: ঝাড়খন্ড দখল করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে এনডিএ - কী ভাবনা ইন্ডিয়া মঞ্চের?
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনোনয়ন পত্রের প্রস্তাবক মণ্ডল মুরমু বিজেপিতে যোগ দিলেন
Jharkhand: আরএসএস-বিজেপি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে - অভিযোগ হেমন্ত সোরেনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in