সোশ্যাল মিডিয়ায় ভারতীয় জনতা পার্টি (BJP) প্রকাশিত এক ভিডিও তুলে নেবার নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে ঝাড়খন্ডের নির্বাচনী প্রধানকে অবিলম্বে ওই ভিডিও তুলে নেবার জন্য বিজেপিকে নির্দেশ দিতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিজেপির এই ভিডিওকে “বিভ্রান্তিমূলক এবং বিভাজনকারী” বলে উল্লেখ করেছে কমিশন।
এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দেখা গেছে এই সোশ্যাল মিডিয়া পোষ্টে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করা হয়েছে। তাই বর্তমান আইন অনুযায়ী এই ভিডিওর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(বি) ধারা অনুসারে ঝাড়খন্ড রাজ্যের কর্তৃপক্ষকে অবিলম্বে ওই ভিডিও সরিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রকাশিত এই ভিডিওর বিষয়ে আপত্তি জানিয়েছিল কংগ্রেস এবং জেএমএম। তাদের মতে এই ভিডিও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। ঝাড়খন্ডের শাসকজোটের দুই প্রধান দলের কাছ থেকে এই অভিযোগ আসার পরে ব্যবস্থা গ্রহণ করলো কমিশন।
নির্বাচন কমিশনের কাছে করা অভিযোগে, কংগ্রেস এবং জেএমএম জানায়, বিজেপির প্রকাশ করা ভিডিও ঘৃণা এবং শত্রুতার বাতাবরণ তৈরি করছে এবং ভোটারদের প্রভাবিত করার জন্য এই ধরণের মিথ্যা এবং ভিত্তিহীন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে।
এর আগে কংগ্রেসের যোগাযোগ বিভাগের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি আরও বলেন, ইতিমধ্যেই এই বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করা সত্ত্বেও বিজেপি এই প্রচার চালিয়ে যাচ্ছে।
এবারের ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে কংগ্রেস জেএমএম-এর ইন্ডিয়া মঞ্চ ক্ষমতা ধরে রাখার লড়াই চালাচ্ছে। বিপরীতে যে কোনও মূল্যে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি তথা এনডিএ জোট। বিজেপির প্রচারে মূলত অনুপ্রবেশ এবং ঝাড়খন্ডের জনসংখ্যাকে প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস এবং জেএমএম-এর প্রচারের মূল বক্তব্য, রাজ্যের জল, জমি, জঙ্গলের দখল চাইছে বিজেপি। এই রাজ্যের মানুষকে নিয়ে তাদের কোনও চিন্তা নেই।
আগামী ২০ নভেম্বর, বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ৩৮ আসনে ভোটগ্রহণ হবে। ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে ২৩ নভেম্বর। এর আগে গত ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে প্রথম দফায় ৪৩ আসনে ভোটগ্রহণ করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন