ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোটগ্রহণ। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। এই আবহে দল বদল করে বিজেপিতে এলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) –এর বিদায়ী বিধায়ক দীনেশ উইলিয়াম মারান্ডি। লিট্টিপাড়া থেকে জেএমএম তাঁকে চলতি নির্বাচনে প্রার্থী না করায় তিনি দল বদল করেছেন বলে জানা গেছে।
শুক্রবার ঝাড়খণ্ডের লিট্টিপাড়াতে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্বাচনী সভায় বিজেপিতে যোগ দেন দীনেশ মারান্ডি। দীনেশ বিজেপিতে যোগদান করার পর শিবরাজ সিং চৌহান বলেন, ঝাড়খণ্ডের অগ্রগতি এবং রাজ্যের জনগণের কল্যাণের জন্য আমরা এক সঙ্গে কাজ করব।
অন্যদিকে, বিজেপিতে যোগদান করেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন দীনেশ। তিনি জানান, ‘ঝাড়খণ্ডের জনগণ দুর্নীতিগ্রস্ত জেএমএম-কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে বদ্ধপরিকর।‘
জেএমএম ছাড়ার কারণ হিসেবে দীনেশ জানান, দল তাঁকে চলতি নির্বাচনে প্রার্থী করেনি। এই নিয়ে কথা বলতে গেলে দলের পক্ষ থেকে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। দীনেশ জানিয়েছেন, ‘আমার বাবা সাইমন মারান্ডি জেএমএম-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। আমি দলকে শক্তিশালী করার জন্য কয়েক বছর ধরে কাজ করেছি। কিন্তু বর্তমানে ঝাড়খণ্ডের উন্নতির স্বার্থে আমি দল ছাড়তে বাধ্য হয়েছি।‘
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে দীনেশ পাকুর জেলার লিট্টিপাড়া কেন্দ্রে থেকে জেএমএম-এর প্রতীকে জিতে বিধায়ক হন। বিজেপি প্রার্থী ড্যানিয়েল কিস্কুকে ১৩ হাজার ৯০৩ ভোটে পরাজিত করেছিলেন তিনি।
গত ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে ৪৩ আসনে ভোট গ্রহণ হয়েছে। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফায় বাকি আসনে নির্বাচন। গণনা ২৩ নভেম্বর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন