Lok Sabha Polls 24: সাম্প্রদায়িক উস্কানিমূলক পোষ্ট! নাড্ডা ও অমিত মালব্যকে তলব বেঙ্গালুরু পুলিশের

People's Reporter: এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজেপিকে পোষ্টটি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপি তা করেনি।
জেপি নাড্ডা ও অমিত মালব্য
জেপি নাড্ডা ও অমিত মালব্যছবি - সংগৃহীত
Published on

বিতর্কিত পোষ্টের জের। বিজপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যকে তলব করেছে বেঙ্গালুরু পুলিশ। বুধবার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানার পুলিশ এই তলবের নোটিশ পাঠিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি কর্ণাটকের রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি ভিডিও পোষ্ট করা হয়। ভিডিওতে রাহুল গান্ধী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অ্যানিমেটেড কার্টুন রয়েছে। সেখানে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের ব্যক্তিদের 'ডিম' হিসেবে দেখানো হয়েছে। ভিডিওতে রাহুল গান্ধী ওই এসসি, এসটি এবং ওবিসি 'ডিম'-র পাশে একটি বড়ো ডিম রাখেন। যে ডিমকে মুসলিম সম্প্রদায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভিডিও দেখে মনে হচ্ছে সমস্ত খাবার 'মুসলিম ডিম' দেওয়া মুরগিকে খাওয়ানো হচ্ছে। বঞ্চিত করা হচ্ছে 'এসসি, এসটি এবং ওবিসি ডিম' দেওয়া মুরগিকে।

এই ভিডিওর ভিত্তিতে জেপি নাড্ডা, অমিত মালব্য এবং কর্ণাটক বিজেপির প্রধান বি ওয়াই বিজেন্দ্রর বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, ওই ভিডিও থেকে স্পষ্ট, বিজেপি বলছে, কংগ্রেস ক্ষমতায় এলে এস/এসটি শ্রেণির জন্য বরাদ্দ অর্থ মুসলিমদের হাতে তুলে দেওয়া হবে। এভাবে মিথ্যা প্রচার চালিয়ে বিজেপি আসলে বিভিন্ন ধর্মের মধ্যে দাঙ্গা বাধাতে চাইছে।

এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির জনপ্রতিনিধিত্ব আইনের ৫০২(২) ধারায় নড্ডা এবং মালব্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জানা গেছে, তদন্তকারী পুলিশ অফিসার বিষয়টি নিয়ে অভিযুক্তদের ব্যাখ্যা চান বলে নোটিশ পাঠানো হয়েছে।

এই তলব নিয়ে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরেমেশ্বরা জানিয়েছেন, সমাজ মাধ্যমের ওই পোষ্টটি আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছে। তিনি জানান, “বিজেপি জনসমক্ষে ওই পোষ্ট নিয়ে বিবৃতি দিলে, আমরা দেখব কী পদক্ষেপ নেওয়া দরকার।“

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজেপিকে পোষ্টটি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপি তা করেনি। এরপর কমিশন সরাসরি এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষকেই নোটিস পাঠায় ওই উস্কানিমূলক বিতর্কিত পোস্টটি প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়ার জন্য। সেই নির্দেশ মতো ভিডিওটি ডিলিট করা হয়েছে। 

জেপি নাড্ডা ও অমিত মালব্য
Andhra Pradesh: অন্ধ্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন প্রধানমন্ত্রী মোদী - আক্রমণ শর্মিলার
জেপি নাড্ডা ও অমিত মালব্য
Lok Sabha Polls: ভোটে জিতে প্রথম কাজ গোরুকে 'রাষ্ট্রমাতা'র মর্যাদা দান! প্রতিশ্রুতি বিজেপি প্রার্থীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in